আবুধাবিতে একই কমপ্লেক্সে নির্মিত হচ্ছে মসজিদ-গির্জা-সিনাগগ
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নির্মিত হতে যাচ্ছে মসজিদ, গির্জা ও সিনাগগসমন্বিত একটি কমপ্লেক্স। এই কমপ্লেক্সে ইসলাম ধর্মের উপাসনালয় হিসেবে একটি মসজিদ, খ্রিস্টান ধর্মের উপাসনালয় হিসেবে একটি গির্জা এবং ইহুদি ধর্মের উপাসনালয় হিসেবে একটি সিনাগগ নির্মাণ করা হবে। কমপ্লেক্সটিকে বলা হচ্ছে ‘আব্রাহামিক ফ্যামিলি হাউস’।
২০২২ সালে এই কমপ্লেক্সের নির্মাণকাজ সম্পন্ন হবে। আন্তধর্মীয় এই কমপ্লেক্সের নকশা তৈরি করেছেন স্থপতি স্যার ডেভিড অ্যাডজয়। বার্তা সংস্থা ইকনা এ খবর জানিয়েছে।
স্যার ডেভিড অ্যাডজয় এক বিবৃতিতে বলেন, ‘আমি বিনীতভাবে বলছি, আমার নকশাটি নির্বাচিত হয়েছে বলে সম্মানিত বোধ করছি। আমি বিশ্বাস করি, আমরা যে ধরনের পৃথিবীতে বাস করতে চাই, আমার স্থাপত্যশৈলী তেমনই একটি সহনশীল, উন্মুক্ত ও নিরবচ্ছিন্ন অগ্রগতিসম্পন্ন বিশ্ব বিনির্মাণের পথ প্রসারিত করবে। আমরা আশা করি, এই স্থাপনাগুলোর মাধ্যমে সমাজ নির্বিশেষে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা শিখতে পারবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে শেখাতে পারবে।’
ঐতিহাসিক এ উদ্যোগ প্রসঙ্গে পন্টিফিক্যাল কাউন্সিল ফর ইন্টাররিলিজিয়াস ডায়লগ’-এর সভাপতি মিগুয়েল অ্যাঞ্জেল আয়ুসো গুইজোট বলেন, ‘এই প্রচেষ্টা বিশ্বমানবতার জন্য দারুণ একটি মুহূর্ত। যদিও দুঃখজনকভাবে মন্দ, ঘৃণা ও বিভাজনের খবর আমরা প্রায়ই দেখতে পাই, এর ভেতরেও গোপনে সমুদ্রের বিশালতা নিয়ে বেড়ে চলেছে ভালো কাজের সংখ্যা। ‘আব্রাহামিক ফ্যামিলি হাউস’ নির্মাণের মাধ্যমে—বিভিন্ন ধর্মের অনুসারী এবং সৎ মানসিকতার নারী-পুরুষ মিলেমিশে—আমাদের মধ্যে আন্তধর্মীয় সংলাপ, পারস্পরিক জ্ঞান এবং ভ্রাতৃত্বপূর্ণ একটি শান্তিময় পৃথিবী বিনির্মাণের সম্ভাবনা বৃদ্ধি পাবে।’
উল্লেখ্য, একটি কমপ্লেক্সের ভেতরে বিশ্বের অন্যতম প্রধান তিনটি ধর্মীয় উপাসনালয়ের সহাবস্থান পৃথিবীতে এটাই প্রথম।