দক্ষিণ এশিয়ার আল কায়েদা প্রধান নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/08/photo-1570548605.jpg)
দক্ষিণ এশিয়ার আল কায়েদা প্রধান অসিম উমর যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন। ২৩ সেপ্টেম্বর মার্কিন বিমানবাহিনীর এক অভিযানে নিহত হন তিনি।
সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা অধিদপ্তর অসিম উমররে নিহতের খবরটি নিশ্চিত করেছে।
এ বিষয়ে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা অধিদপ্তর এক টুইট বার্তায় জানায়, জাতীয় নিরাপত্তা অধিদপ্তর ভারত উপমহাদেশের আল কায়েদা প্রধান অসিম উমরের নিহতের খবর নিশ্চিত করছে। তিনি ২৩ সেপ্টেম্বর হেলমান্দ প্রদেশে (আফগানিস্তান) যুক্তরাষ্ট্র-আফগানিস্তান পরিচালিত যৌথ অভিযানে নিহত হন।
অসিম উমর আল কায়েদার দক্ষিণ এশিয়া শাখার প্রধান ছিলেন। তিনি ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা হলেও ১৯৯০ সালে পাকিস্তানে পাড়ি জমান।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, উমর ২০১৪ সাল থেকে আল কায়েদার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
যুক্তরাষ্ট্র-আফগানিস্তানের যৌথ অভিযানে অসিম উমর ছাড়াও আরো ছয় আল কায়েদা সদস্য নিহত হন। তবে এএফপি জানিয়েছে, এই অভিযানে ৪০ জন বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছেন।