ইন্দোনেশিয়ায় মন্ত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত (ভিডিওসহ)
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/10/photo-1570710187.jpg)
ইন্দোনেশিয়ার রাজনীতি, আইন ও নিরাপত্তা সমন্বয় বিষয়কমন্ত্রী উইরান্তোর ওপর ছুরি দিয়ে হামলা চালানো হয়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির নিরাপত্তামন্ত্রী জখম হলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক নয় বলে এরই মধ্যে দাবি করেছেন চিকিৎসকরা।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আজ বৃহস্পতিবার সকালে দেশটির বান্তেন প্রদেশের পানদেগলাং অঞ্চলে সফরে যান মন্ত্রী উইরান্তো। মূলত তখনই তাঁর ওপর অজ্ঞাতনামা এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে হামলাটি চালায়।
প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, প্রদেশটির সাকেতি উপজেলার সিন্দাংহায়ু গ্রামে একটি বিশ্ববিদ্যালয়ের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় উইরান্তোর ওপর হামলাটি চালানো হয়। ভয়াবহ সেই হামলায় এক পুলিশ কর্মকর্তাও গুরুতরভাবে জখম হন।
হামলাকারী দুর্বৃত্তকে এরই মধ্যে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে দেশটির পুলিশ বলছে, হামলাকারী ব্যক্তি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) অনুপ্রাণিত হয়ে এই হামলা চালিয়েছেন।
এদিকে ওই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে। ওই ভিডিও ফুটেজে দেখা যায়, হামলাকারী নিরাপত্তামন্ত্রী উইরান্তোকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে।
Pak Wiranto menkopolhukam barusan ditusuk piso di pandeglang. Ko serem ya. Tapi amatiran banget ini orang
2beer!
— Tubir Face (@tubirfess) October 10, 2019