প্যারিস হামলায় জড়িত সন্দেহে বেলজিয়ামে আটক ৯
প্যারিসে জঙ্গি হামলায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে বেলজিয়াম পুলিশ। গত শুক্রবারের ভয়াবহ জঙ্গি হামলার পর বেলজিয়ামের মলেনবিক জেলায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের আটক করে পুলিশ। পরে অভিযুক্ত সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়। বেলজিয়াম প্রশাসন সূত্রে এ খবর জানিয়েছে ইনডিপেনডেন্ট।
গত শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে একের পর এক বিস্ফোরণে প্রাণ হারান দেড় শতাধিক মানুষ। আহতের সংখ্যা সাড়ে তিনশর বেশি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী পুলিশ জানায়, যে দুটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়, তাতে লাগানো ছিল বেলজিয়ামের নাম্বার প্লেট।
হামলার পর বাটাক্লঁ থিয়েটারের সামনে পাওয়া যায় একটি ধূসর রঙের পোলো গাড়ি। এই গাড়ির ভিতর পাওয়া পার্কিং টিকিট দেখেই তদন্তকারীরা জানতে পারেন, গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল বেলজিয়ামে।
সংবাদমাদ্যমকে পুলিশ জানিয়েছে, শুক্রবার বেলজিয়ামের নম্বর প্লেটওয়ালা এই গাড়িতে চড়েই হামলা চালাতে আসে জঙ্গিরা। বেলজিয়ামে বসবাসকারী এক ব্যক্তি ভাড়া নেয় গাড়িটি। পুলিশের দাবির সত্যতা মেলে প্রত্যক্ষদর্শীদের বয়ানেও। ওই পোলো গাড়িতে করেই কালো পাোশাকে তিনজনকে এসে হলের ভিতর ঢুকতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। সিসিটিভি ফুটেজেও মিলেছে এর প্রমাণ।
অন্যতম হামলার স্থল প্যারিসের বাটাক্লঁ কনসার্ট হলের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির নম্বর প্লেট থেকে মিলেছে ওই হামলার সঙ্গে বেলজিয়ামের যোগসূত্র। পরবর্তী সময়ে তিনজনকে গ্রেপ্তারের ঘটনা সন্দেহকে আরো বাড়িয়ে দিয়েছে। এখনো নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেলজিয়ামে বসেই প্যারিসে হামলার পরিকল্পনা করা হয়েছিল।
দৃঢ় ভাবে বলা না গেলেও, গ্রেপ্তারি এবং বিভিন্ন তথ্য প্রমাণ থেকে তদন্তকারীদের ধারণা বেলজিয়ামের আইএস সংগঠনের সঙ্গে বড় যোগসূত্র রয়েছে প্যারিস হামলার। ফ্রান্সের সঙ্গে একযোগে এই হামলার তদন্ত চালাচ্ছে বেলজিয়াম, গ্রিস ও জার্মানি।
বেলজিয়ামের এক সংবাদ সংস্থার দাবি, হামলাকারীদের মধ্যে অন্তত তিনজনের ঠিকানা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। এই শহর থেকে আইএসে যোগ দিতে অনেক ইউরোপীয় সিরিয়া ও ইরাকে পাড়ি দিয়েছে।
এদিকে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে ফ্রান্স-বেলজিয়াম সীমান্ত। হামলার পর বেলজিয়াম সীমান্তের কাছে একটি গাড়িতে কয়েক জনকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ।
পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়ামকে ঘিরে আছে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ। বেলজিয়ামের নাগরিকদের মধ্যে ৪১ শতাংশই ফরাসি ভাষাভাসি। তাই তদন্তকারীদের সন্দেহ, অবস্থানগত ও ভাষাগত সুবিধার কারণেই বেলজিয়ামকে নিরাপদ আস্তানা হিসেবে বেছে নিয়েছে জঙ্গিরা। ফ্রান্সের সীমান্তরেখা অত্যন্ত ছিদ্রবহুল। তাই এমনটা হতেই পারে, সহজ পথ হিসেবে বেলজিয়াম থেকে প্যারিসে এসে হামলা চালিয়েছে জঙ্গিরা।
চলতি বছরের জানুয়ারি মাসে শার্লি এবদো হামলার সময়ও বেলজিয়াম থেকে অস্ত্র আনা হয়েছিল বলে পরে জানতে পেরেছিল ফরাসি প্রশাসন।