পয়োনালিতে ১৩ ফুট লম্বা কিং কোবরা (ভিডিওসহ)

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি পানি নিষ্কাশনের পাইপ থেকে প্রায় ১৩ ফুট লম্বা একটি কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। স্থানীয় উদ্ধারকারীরা জানিয়েছেন, সাপটি তাঁদের দেখা এ যাবত উদ্ধার হওয়া সবচেয়ে বড় সাপ।
স্থানীয়রা জানায়, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বহু আগে থেকেই বিষধর সাপের আনাগোনা রয়েছে।
মার্কিন সংবাদসংস্থা নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানায়, অনেক চেষ্টার পর সাপ উদ্ধারকারী একটি দল বিষধর সাপটিকে উদ্ধার করে। ওই সাপটি ধরার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আবাসন কোম্পানির একজন কর্মী বলেন, কয়েকদিন আগে সাপটিকে প্রথম দেখা যায়। জঙ্গল পরিস্কার করে এখানে ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে। তবে সাপটিকে ফের প্রাকৃতিক পরিবেশেই ছেড়ে দেওয়া হয়েছে।