রুশ বিমানকে দেওয়া সেই ‘অডিওবার্তা’ প্রকাশ
গুলি করার আগে রাশিয়ার বিমানের উদ্দেশে পাঠানো একটি ‘অডিওবার্তা’ প্রকাশ করেছে তুরস্কের সেনাবাহিনী। স্থানীয় সময় বুধবার রাতে অডিওটি প্রকাশ করা হয়।
ওই বার্তায় ইংরেজিতে বলা হয়েছে, ‘আপনারা তুরস্কের আকাশপথে প্রবেশ করেছেন। গতিপথ পরিবর্তন করুন।’
আলজাজিরার খবরে বলা হয়, তুরস্কের সতর্কবার্তা পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন রুশ বিমানের পাইলট কনস্তান্তিন মুরাখতিন। সিরিয়ায় রুশ বিমানঘাঁটিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘রেডিও কিংবা দৃশ্যমান কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। কোনো ধরনের যোগাযোগও করা হয়নি।’
মুরাখতিন বলেন, রুশ বিমানটি এক সেকেন্ডের জন্যও তুরস্কের আকাশসীমায় প্রবেশ করেনি।
‘আমি মানচিত্রে এবং নিচে তাকিয়ে ভালোভাবেই দেখতে পাচ্ছিলাম, সীমানা (তুরস্ক) কোথায় এবং আমরা কোথায় ছিলাম’, যোগ করেন ওই রুশ পাইলট।
গত মঙ্গলবার আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগে রুশ বিমানটিকে (এসইউ-২৪) গুলি করে ভূপাতিত করে তুরস্ক। এ ঘটনায় ওই বিমানের এক চালক নিহত হন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনাটিকে ‘পিঠে ছুরি মারা’র সঙ্গে তুলনা করেছেন। তিনি এর কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। বিপরীতে তুরস্ক তাদের পদক্ষেপকে ন্যায্য বলে দাবি করেছে। এমনকি বিমান অনুপ্রবেশের অভিযোগ এনে দেশটিতে থাকা রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তুরস্কের কাজকে সমর্থন করেছেন।