‘নতুন নেতৃত্বের জন্য’ ক্ষমতা ছাড়লেন লাটভিয়ার প্রধানমন্ত্রী
রাষ্ট্রে নতুন ধ্যানধারণার প্রয়োজনীয়তার কথা বলে ক্ষমতা ছেড়ে দিলেন ইউরোপের দেশ লাটভিয়ার প্রধানমন্ত্রী লাইমডোটা স্ট্রজুমা। আজ সোমবার সকালে তিনি পদত্যাগের কথা ঘোষণা করেন। তিনি সর্বশেষ ১৫ বছর ধরে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
ক্ষমতা ছাড়ার আগে লাইমডোটা সাংবাদিকদের বলেন, ‘শেষ পাঁচ বছর আমি প্রধানমন্ত্রী ছিলাম। এখন আমার মনে হয়েছে সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে লাটভিয়ায় নতুন ধ্যান-ধারণা ও নতুন নেতৃত্বের অবদান রাখার প্রয়োজন রয়েছে। এজন্য আমি ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’
লাইমডোটা আরো বলেন, ‘আমি মনে করি যে নতুন ধ্যানধারণার প্রয়োজন রয়েছে। এই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত অর্জন অব্যাহত রাখতে নতুন কারো অবদান ও শক্তির প্রয়োজন রয়েছে।’ তিনি দেশটির প্রেসিডেন্টকে সরকারের এই পদত্যাগের বিষয়টি তিনি অবহিত করেছেন বলেও সংবাদমাধ্যমকে জানান।
এরপর লাটভিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ছাড়ার ঘোষণা দেন। এ সময় তাঁকে তিন মেয়াদের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান। এ ছাড়া তিনি তাঁর সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন।