পশ্চিম তীরে ৪৫০ স্থাপনা নির্মাণের ঘোষণা ইসরায়েলের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/01/31/photo-1422708466.jpg)
ফিলিস্তিনের পশ্চিম তীরে ৪৫০টি নতুন স্থাপনা নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। গতকাল শুক্রবার দেশটির স্থাপনাবিরোধী সংগঠন ‘পিস নাউ’ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
পিস নাউ-এর বরাত দিয়ে আল-জাজিরার এক খবরে বলা হয়, ১৭ মার্চ ইসরায়েলের সংসদ নির্বাচনকে কাজে লাগাতে চাইছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। তাই তারা নতুন স্থাপনা নির্মাণ করতে চাইছে।
পিস নাউ এক বিবৃতিতে বলেছে, পশ্চিম তীরের সংঘাতপ্রবণ হেবরন ও জেরুজালেমের স্পর্শকাতর কিছু এলাকায় স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী পূর্ব জেরুজালেমের গিলো এলাকায় ৯৩টি বাড়ি নির্মাণের কথা আছে। পর্যায়ক্রমে অন্যান্য স্থানে আরো স্থাপনা হবে।
১৯৬৭ সালে আরবদের সঙ্গে ছয় দিনের যুদ্ধের পর পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও অন্য কিছু অঞ্চল দখলে নিয়ে স্থাপনা নির্মাণ শুরু করে ইসরায়েল। আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত এসব এলাকায় স্থাপনা নির্মাণ নিষিদ্ধ।
ফিলিস্তিনের পক্ষ থেকেও এ ধরনের স্থাপনা নির্মাণ বন্ধে বারবার আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনিদের জন্য সম্ভাব্য রাষ্ট্রের সীমানা নির্ধারণ নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনার পূর্বশর্ত হিসেবেও স্থাপনা নির্মাণ বন্ধের কথা বলা হয়েছে।
ইসরায়েলের এ পরিকল্পনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে দেখছেন ফিলিস্তিনের কর্তাব্যক্তিরা। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) জ্যেষ্ঠ কর্মকর্তা হানান আশরাউয়ি বলেন, ফিলিস্তিনিদের জীবনযাপন ও ভূমির অধিকারকে নস্যাৎ করে আবারও ইসরায়েলের নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করা হচ্ছে।
পিএলওর অন্য নেতা ওয়াসেল আবু ইউসেফ এএফপিকে বলেন, বৃহত্তর যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল এ ঘোষণা দিয়েছে। এটি এক ধরনের যুদ্ধাপরাধ, যা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা যায়।