৮ নয়, দিনে ৬ ঘণ্টা কাজ সুইডেনে
দিনে ৮ ঘণ্টার বদলে ৬ ঘণ্টা কাজের সিদ্ধান্ত নিল সুইডেন। উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কর্মীদের খুশি করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সুইডেন সরকার। দেশটির সরকারি ওয়েবসাইটের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স। প্রকাশিত খবর অনুযায়ী, এরমধ্যেই সেখানকার বেশ কিছু সংস্থার কর্মীরা দৈনিক ৬ ঘণ্টা করে কাজ করা শুরু করেছে।
রয়টার্স জানিয়েছে, সুইডেনের শহর গোথেনবার্গে টয়োটা কোম্পানিতে ১৩ বছর আগে থেকেই এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। সেখানে দেখা গেছে, কম সময়ের মধ্যে কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলছে কর্মীরা। এ ছাড়া ৬ ঘণ্টা কাজ করে পরিবারের সঙ্গে অনেক বেশি সময়ও কাটাতে পারছে তারা।
সম্প্রতি এক গবেষণায় সুইডিশ সরকার জানায়, সপ্তাহে ৩০ ঘণ্টা কাজ নিয়োগকর্তা ও কর্মী উভয়ের জন্যই উপকারী। খ্যাতনামা সুইস প্রতিষ্ঠান টয়োটার প্রধান মানবসম্পদ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘কর্মীদের ৮ ঘণ্টা কাজ করার কোনো মানেই হয় না। টানা বেশি ঘণ্টা কাজ করার ফলে ক্লান্ত হয়ে পড়েন কর্মীরা। যার জন্যই বড় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। কারণ অফিসে কাজ করার সঙ্গে নিজের পরিবারকেও সময় দেওয়া খুব জরুরি হয়ে পড়ে। এর ফলে অতিরিক্ত চাপের সৃষ্টি হয় কর্মীদের মাথায়।’
কিছু কিছু জায়গাতে এই নিয়ম এখন থেকে মেনে চলা হলেও, ২০১৬ সাল থেকে গোটা সুইডেনে এই নিয়ম চালু হবে বলে জানিয়েছে দেশটির সরকার।