নির্বাচনে হেরে বিজয়ী প্রার্থীর মেয়েকে গণধর্ষণ!
ভারতে ভোটযুদ্ধের ময়দানে গুলি-বোমা, খুন এসব আকছারই ঘটে। ভোটে জয় বা হারের পর বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর আক্রমণের ঘটনাও আছে ভুরিভুরি। কিন্তু হারের বদলা গণধর্ষণ! এ রকম ঘটনাই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।
এনডিটিভির খবরে জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনে হারের পর জয়ী মহিলা প্রার্থীর মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থীর আত্মীয়দের বিরুদ্ধে। রাজ্যের মির্জাপুর জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
তবে ঘটনা এখানেই শেষ নয়। পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ প্রথমে মামলা নেয়নি। এমনকি কোনো সাহায্য করতেও সোজা মানা করে দেয়। পরে ক্ষোভে ও অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে একাদশ শ্রেণির ওই ছাত্রী। আত্মঘাতী নাবালিকার মা জানান, পুলিশ তাঁদের কোনো অভিযোগই শুনতে চায়নি। পরে তাঁর মেয়ে আত্মঘাতী হলে পুলিশ ব্যবস্থা নেয়।
এদিকে পুলিশ রিপোর্ট অনুযায়ী, গত বুধবার রাতে ঘুমের মধ্যেই ছাত্রীকে অপহরণ করা হয় এবং পরে তাকে ধর্ষণ করা হয়। বাড়ি ফিরে সে মাকে পুরো ঘটনা জানায় এবং অপরাধীদের নামও বলে। তবে পুলিশি নিষ্ক্রিয়তায় অপমানে সেই মেয়ে আত্মহননের পথ বেছে নেয়।
এদিকে মির্জাপুরের পুলিশপ্রধান অরবিন্দ সেন জানান, এ ঘটনায় দুই অভিযুক্ত পাপ্পু বহেলিয়া ও বিন্দু বহেলিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা পরাজিত প্রার্থীর আত্মীয় বলেও জানিয়েছেন তিনি।