এবার উত্তর কোরিয়ার ‘মদ আবিষ্কার’, মাতাল হবে না
পেটে মদ পড়ে, আর ঘুরে যেতে থাকে মন। মদে থাকা অ্যালকোহল পেটে পড়লে মন আর পৃথিবীতে থাকতে চায় না। আর তখনই মাতালদের মাধ্যমে ঘটনা বা দুর্ঘটনা ঘটতে পারে। তবে উত্তর কোরিয়া এমন জিনিস এনেছে, যে পানীয়তে অ্যালকোহল থাকবে, কিন্তু এ পানীয় উল্টো ঘোর লাগাকেই বিদায় করে দেবে।
দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চাল এ পানীয়র অন্যতম উপাদান। আর তাতে আছে জিনসেং মূলের মিশ্রণ। এতে অ্যালকোহল আছে, কিন্তু পানীয়টি একদমই ঘোর লাগাবে না। অর্থাৎ এ মদ খেলে মাতাল হওয়ার সম্ভাবনা একদমই নেই। পানীয়টির নাম রাখা হয়েছে ‘কোরীয় লিক্যুইর।’
উত্তর কোরিয়ার রাষ্ট্রপরিচালনাধীন সংবাদপত্র ইয়ংইয়াং জানিয়েছে, উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন পানীয়টি দেখেছেন এবং এ জন্য নিজ দেশের বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন।
ওই সংবাদপত্রে বলা হয়, ‘পানীয়টি সফট। আর এতে মনে বা শরীরে কোনো ঘোর তৈরি হবে না।’
এর আগে উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন দাবী করেন, তাঁর দেশের বিজ্ঞানীরা ক্যানসার, এইডস এবং এবোলার ওষুধ তৈরি করেছে।