ফার্গুসনে বিক্ষোভ, পুলিশকে গুলিতে ওবামার নিন্দা

ফার্গুসন শহরে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য কোনো দোহাই দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মিসৌরি অঙ্গরাজ্যের এই শহরে বিক্ষোভ চলাকালে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করার এক রাত পর তিনি এ মন্তব্য করেন।
ওবামা বলেন, ‘আন্দোলনকারীদের ক্ষোভ ন্যায়সংগত, তবে গুলি নিক্ষেপকারীরা অপরাধী। তাদের গ্রেপ্তার করা উচিত।’
গত বুধবার ফার্গুসন পুলিশপ্রধানের পদত্যাগের ঘোষণার পর গুলির এ ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার রাতে শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এরই মধ্যে গুলিবিদ্ধি ওই দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
গত বছর শ্বেতাঙ্গ পুলিশ সদস্যের হাতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুর ঘটনায় বিক্ষোভে ফুঁসে ওঠেন বিভিন্ন অঙ্গরাজ্যের নাগরিকরা।
সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে ফার্গুসন শহরের পুলিশপ্রধান টমাস জ্যাকসনের বিভাগ ও আদালত ব্যবস্থায় বর্ণবাদী পক্ষপাতিত্ব রয়েছে বলে উল্লেখ করা হয়।
পুলিশপ্রধানের পদত্যাগের ঘোষণা আসার পর বিক্ষোভকারীরা পুলিশ স্টেশনের বাইরে এসে জড়ো হয়।
গত বুধবার রাতে এক পুলিশ কর্মকর্তাকে মুখে ও আরেকজনকে কাঁধে গুলি করা হয়। সে সময় বিক্ষোভকারীরা সেই রাতের মতো বাড়ি ফিরে যাচ্ছিল।
প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমার মনে হয়, ফার্গুসনে যা হচ্ছে তা নিপীড়নমূলক ও আপত্তিকর এবং এ জন্য বিক্ষোভ হতে পারে। তবে যারা অপরাধ করেছে, তাদের কোনো অজুহাত থাকতে পারে না।’
‘যারাই এসব গুলি করেছে, তাদের এ নিয়ে ক্ষমা করা হবে না, তারা অপরাধী,’ যোগ করেন তিনি।
গত বছরের আগস্ট থেকে ফার্গুসনে উত্তেজনা বিরাজ করছে। নভেম্বরে গ্র্যান্ড জুরি (আদালত) কৃষ্ণাঙ্গ কিশোরকে হত্যার দায়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের বিচার করতে অস্বীকার করলে তা আরো বেড়ে যায়। গত বৃহস্পতিবার বিক্ষোভকারীরা সহিংসতায় হতাহতদের জন্য মোমবাতি মিছিল করে। পরে ড্রাম ও স্লোগান দিতে দিতে পুলিশ কার্যালয়ের দিকে পদযাত্রা করে।