আমিরাতে সুখ আনতে সুখ প্রতিমন্ত্রী!
সুখের জন্য মানুষ কত কিছুই না করে। বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, মুখরোচক খাবার—এ সবই তো সুখের উপকরণ। তাই বলে সুখ নিশ্চিতে মন্ত্রী নিয়োগ!
একটু অদ্ভুত শোনালেও তেমনটিই করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
স্থানীয় সময় বুধবার দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তাঁর টুইটার অ্যাকাউন্টে সুখ প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করেন।
ওই টুইটার বার্তায় মাকতুম জানান, ওহুদ আল রুমিকে সুখ প্রতিমন্ত্রী করা হয়েছে। একই সঙ্গে তিনি (আল রুমি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন।
এর আগে গত সোমবার এক টুইটার বার্তায় মাকতুম বলেছিলেন, ইউএইতে সুখ প্রতিমন্ত্রী নামে একটি পদ সৃষ্টি করা হচ্ছে। সামাজিক সন্তুষ্টি আনতে সরকারের নীতিগুলো সমন্বয় করবেন ওই মন্ত্রী।
ওই বার্তায় মাকতুম আরো বলেন, সুখ প্রতিমন্ত্রীর পদ সৃষ্টির মাধ্যমে জনগণের সেবা নিশ্চিতের নতুন যাত্রা শুরু হলো।
২০১৫ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে (ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট) ২০তম সুখী দেশ হিসেবে তালিকাভুক্ত হয় ইউএই। সুখী দেশের তালিকায় দেশটি যুক্তরাজ্যের চেয়েও এগিয়ে।

অনলাইন ডেস্ক