চার বছরেই ড্রোনের সংখ্যা তিনগুণ হবে যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে মানুষবিহীন উড়ন্তযান ড্রোনের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। ভবিষ্যতে এমন ব্যবহার আরো বাড়বে, ফলে ড্রোনের সংখ্যাও বেড়ে যাবে। আগামী চার বছরের মধ্যে দেশটিতে ড্রোনের সংখ্যা চলতি বছরের প্রায় তিনগুণ হবে। ওই সময় যুক্তরাষ্ট্রের থাকবে প্রায় ৭০ লাখ ড্রোন। গত বৃহস্পতিবার দেশটির বিমান চলাচলবিষয়ক সংস্থা এফএএ এই দাবি করেছে।
এফএএর প্রতিবেদনে বলা হয়, বর্তমানে উড়োজাহাজ খাতের সবচেয়ে সম্ভাবনাময় অংশ হলো ড্রোন। চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে ড্রোনের সংখ্যা দাঁড়াবে ২৫ লাখ। ড্রোন নিয়ে গবেষণা করে এমন কয়েকটি প্রতিষ্ঠানের সহযোগিতায় এফএএ এই প্রতিবেদন করেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেসরকারি খাতে ড্রোন ব্যবহারের কারণেই যুক্তরাষ্ট্রে ড্রোনের সংখ্যা কয়েকগুণ বাড়বে। ২০১৫ সালেই বেসরকারিভাবে ড্রোন ব্যবহারের নীতিমালা প্রকাশ করে এফএএ।
গত ডিসেম্বরে ঘোষিত নীতিমালায় বলা হয়, ২৫০ গ্রামের চেয়ে বড় এবং ২৫ কিলোগ্রাম বা এর চেয়ে ছোট ড্রোনের নিবন্ধন করতে হবে। এই নিবন্ধন থেকে প্রয়োজনীয় ব্যক্তি মালিকানাধীন ড্রোনের সম্পর্কেও তথ্য পাবে মার্কিন সরকার। জানা গেছে, কয়েক মাসের মধ্যে ড্রোন ওড়ানোর বিষয়ে চূড়ান্ত নীতিমালা ঘোষণা করবে এফএএ।
এফএএ জানিয়েছে, চলতি বছরের শেষেই শখের বশে কেনা বা বানানো হয়েছে এমন ড্রোনের সংখ্যা হবে ১৯ লাখ। ২০২০ সালে এমন ড্রোনের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৩ লাখ। যেখানে চলতি বছরের শেষে বাণিজ্যিক ড্রোনের সংখ্যা হবে ছয় লাখ। আর চার বছরের পর এ সংখ্যা হবে ২৭ লাখ। তবে বাণিজ্যিক ড্রোনের বাজার যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। ২০২০ সালে ৯০ শতাংশ ড্রোনের গড় মূল্য হবে আড়াই হাজার মার্কিন ডলার। এর মধ্যে দামিটি হবে ৪০ হাজার মার্কিন ডলারের।