প্রতি পাঁচ মিনিটে ভূকম্পন হয় জাপানে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/16/photo-1460745061.jpg)
ভূপৃষ্ঠে সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশ জাপান। বিশ্বজুড়ে ৬ বা তার চেয়ে বেশি মাত্রার যতগুলো ভূমিকম্প হয়, এর ২০ শতাংশই হয় দেশটিতে। ভূমিকম্প পরিমাপক সিসমোমিটারে গড়ে প্রতি পাঁচ মিনিটে এই দেশে কোনো না কোনো ভূকম্পন ধরা পড়ে।
শনিবার জাপানের দক্ষিণাঞ্চলের শহর কুমামোতোতে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বেলা ১টা ২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়। অবশ্য পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটি ৭ দশমিক ১ মাত্রার। গভীরতা ছিল ১০ কিলোমিটার।
বিবিসি জানিয়েছে, জাপানে নিয়মিত ভূমিকম্প হয়। হবে ভবন নির্মাণে কঠোরতার কারণে হতাহত কম হয়।
এর আগে গত বৃহস্পতিবার কিউশু অঞ্চলের মাশিকি শহরে ভূমিকম্পে হতাহতের ঘটনা ঘটে। সেখানে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে যায়। প্রাথমিকভাবে ৪০ হাজার মানুষ বাড়ি থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। তবে কিউশু অঞ্চলের পরমাণু কেন্দ্র অক্ষত রয়েছে।
তিক্ত অভিজ্ঞতা থেকে জাপান শিখেছে কীভাবে ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা কমানো যায়। কেবল ভবন নির্মাণে সবচেয়ে ভালো নিয়মনীতিই নয়, আগাম সতর্কতা জারির নেটওয়ার্কও তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে।
ভূমিকম্পের রূপ নেওয়ার বিশ্লেষণ, এর স্থান ও শক্তি নির্ণয়ের ব্যাবস্থা জাপান প্রতিষ্ঠা করেছে। এরপর জনগণকে টেলিভিশনের মাধ্যমে সতর্ক করা হয়। মাত্র ১০ সেকেন্ড লাফিয়ে একটি শক্ত টেবিলের নিচে আশ্রয় নেওয়ার জন্য যথেষ্ট অথবা এই সময়ের মধ্যে ফায়ার স্টেশনের ফটক খোলা যায়।