জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে রাষ্ট্রদূতসহ নিহত ১০
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/28/photo-1427526379.jpg)
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে গতকাল শুক্রবার আল-শাবাব জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনীর বন্দুকযুদ্ধে রাষ্ট্রদূতসহ ১০ জন নিহত হয়েছেন। আল-শাবাব প্রথমে এই হোটেলে আত্মঘাতী হামলা চালায়। পরে তাদের কাছ থেকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সরকারি বাহিনী অভিযান চালায়।
সর্বশেষ খবর অনুযায়ী, জঙ্গিরা এখন হোটেলের সর্বোচ্চ তলাতে রয়েছে। তারা সেখান থেকে গুলি ও গ্রেনেড ছুড়ছে।
বন্দুকযুদ্ধে সুইজারল্যান্ডে নিযুক্ত সোমালিয়ার রাষ্ট্রদূত ইউসুফ বারি বারি নিহত হয়েছেন। অন্য কূটনীতিকরা হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে গিয়ে রক্ষা পান। শহরের বিমানবন্দরের ও প্রেসিডেন্ট প্রাসাদের মধ্যে সংযোগকারী প্রধান সড়কে অবস্থিত মাকা আল-মুকারামা হোটেলে সাধারণত সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা আসা-যাওয়া করে থাকেন।
যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণপ্রাপ্ত সোমালিয়ার বিশেষ বাহিনী হোটেলের বেশির ভাগ অংশ তাদের নিয়ন্ত্রণে নিয়েছে।
পুলিশ কর্মকর্তা মেজর ইসমাইল ওলোউ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ৯ হামলাকারীর মধ্যে ছয়জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হোটেলের বাইরে এক আত্মঘাতী বিস্ফোরণ ঘটনোর মাধ্যমে জঙ্গিরা হামলা শুরু করে।
মোগাদিসুর হোটেলগুলোতে আল-শাবাব জঙ্গিরা প্রায়ই হামলা চালায়। আল-শাবাব বেশ কয়েক বছর আগে থেকে এই শহর থেকে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রত্যন্ত এলাকা এখনো তাদের নিয়ন্ত্রণে।
আল কায়েদা সংশ্লিষ্ট সংগঠন আল-শাবাবের মুখপাত্র বিবিসিকে বলেন, ‘সরকারি কর্মকর্তাদের জন্য এই হোটেলের জনপ্রিয়তার কারণেই হামলাটি চালানো হয়েছে। এটিকে আমরা হোটেল হিসেবে দেখি না। এটিকে আমরা সরকারের একটি ঘাঁটি হিসেবেই দেখি।’
জঙ্গিদের কাছ থেকে ভূ-খণ্ড পুনর্দখলে নেওয়ার জন্য আফ্রিকান ইউনিয়নের সৈন্যরা জাতিসংঘ সমর্থিত সোমালি সরকারকে সহায়তা করছে।