কেটি কি এখন কথা রাখবেন?
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/07/photo-1462635257.jpg)
যুক্তরাজ্যের লন্ডনের মেয়র নির্বাচনে সাদিক খানের পর কথাটি এখন সবার মুখে মুখে। কথাটি অশ্লীল হলেও হাস্যরসাত্মক। কথাটি হলো, এবার কি নগ্ন হয়ে দৌড়াবেন কেটি হপকিন্স?
এই আলোচনার সূত্রপাত গত সপ্তাহে। লন্ডনে তখন চলছে মেয়র নির্বাচনের শেষ পর্যায়ের প্রচারের পালা। এ সময়ে যুক্তরাজ্যের বিখ্যাত টেলিভিশন ব্যক্তিত্ব এবং কলামিস্ট কেটি হপকিন্স ডেইলি মেইলে প্রকাশিত তাঁর নিয়মিত কলামে লেখেন, সাদিক খানের নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই।
শুধু তাই নয়, হপকিন্স লেখেন; ‘জ্যাককে (জ্যাক গোল্ডস্মিথ) ভোট দিন। কারণ আপনারা যদি এটা না করেন, তবে আমি নগ্ন হয়ে রিজেন্ট স্ট্রিট ধরে দৌড়াব।’ তিনি তাঁর টুইটারেও এ নিয়ে একটি ঘোষণা দেন।
ভোটের দিন অবশ্য জনতা তাঁর কথা রাখেননি। জ্যাক গোল্ডস্মিথকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। আর এর পর থেকে কথাটি লন্ডনের বাসিন্দাদের মুখে মুখে-এবার কি কথা রাখবেন কেটি হপকিন্স?
টুইটার বা অন্য কোনো মাধ্যমে কেটি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।