আইফোন, অর্থের বদলে শুক্রাণু চাইছে চীন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/15/photo-1465961847.jpg)
দেশের প্রয়োজনে এগিয়ে আসুন। এমনই বিজ্ঞাপন দিয়ে দেশের যুবসমাজকে আকৃষ্ট করতে চাইছে চীন সরকার। তবে সেনাবাহিনীতে যোগ দেওয়া কিংবা কোনো সমাজসেবামূলক কর্মসূচির জন্য নয়। চীন সরকারের এই আবেদন দেশটির ‘স্পার্ম ব্যাংকে’ আরো বেশি করে শুক্রাণু দান করার জন্য।
আর এই শুক্রাণুদানে সরকারের কাছ থেকে মিলবে ‘রোজ গোল্ড’ মডেলের আইফোন এবং এক হাজার মার্কিন ডলার।
এ বিষয়ে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস একটি খবর প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে, কেন দেশটিতে শুক্রাণুর চাহিদা এত তীব্র আকার ধারণ করেছে? সমীক্ষা বলছে, চীনে শুক্রাণুদাতার সংখ্যা হঠাৎ অর্ধেক কমে গছে। ফলে দেশটির স্পার্ম ব্যাংকগুলো একেবারেই শূন্য।
এদিকে গত বছরে করা নতুন আইন অনুযায়ী বর্তমানে চীনে বয়স্ক দম্পতিরা দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন। তাই শুক্রাণু দাতাদের চাহিদা বাড়ছে। কিন্তু কমে যাচ্ছে জোগান।
এ পরিস্থিতিতে ফোন, অর্থের বদলে শুক্রাণু দেওয়ার এই প্রচারের পাশাপাশি জনপ্রিয়তা বাড়াতে ব্যবহার করা হচ্ছে নানা জনপ্রিয় কার্টুন চরিত্রকে। সরকারি প্রচারে বলা হচ্ছে, রক্তদানের মতোই শুক্রাণুদান একধরনের সমাজসেবা। তাই দেশের জনসম্পদ বাড়াতে সবাই এগিয়ে আসুন।