শ্যামলী বাসে মিলল ১৮৬ কেজি রুপার প্রত্নসামগ্রী

ঢাকা হয়ে আগরতলাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণে রুপার প্রত্নসামগ্রী। মালিকানাবিহীন প্রাচীন রুপার মুদ্রা, গয়না, বাসন, তৈজসপত্র এবং দামি শাড়ি ও সালোয়ার কামিজ উদ্ধার হয় বাসটি থেকে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামলী পরিবহনের ‘ঢাকা মেট্রো ব ১৪-৮০৪০’ নম্বরের বাসটিকে ভারতের পেট্রাপোল সীমান্তে শুল্ক বিভাগের কর্মকর্তারা আটক করেন। জানা গেছে, নিয়মিত চেকিং চলাকালীন বাসটির চালকের সিটের নিচ থেকে এবং যাত্রীদের মালামাল রাখার জায়গাসহ বাসের বিভিন্ন অংশ থেকে ওই বিপুল পরিমাণে মালামাল উদ্ধার হয়।
পেট্রাপোল সীমান্তের শুল্ক দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্নসামগ্রীর মধ্যে ছিল ১৮৬ কেজি রুপা। যার পুরোটাই ছিল মালিকানাহীন। এই ঘটনায় শ্যামলী পরিবহনের বাসটির চালক, সুপারভাইজার এবং খালাসিকে আটক করেছে পেট্রাপোল শুল্ক দপ্তর।
আটক করার পর বাসের চালক, সুপারভাইজার ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করেন শুল্ক কর্মকর্তারা। এরপর আজ শুক্রবার দুপুরের পর তাঁদের গ্রেপ্তার করা হয়।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় শ্যামলী পরিবহনের ওই বাসে থাকা যাত্রীরা চূড়ান্ত হয়রানির শিকার হন। সীমান্ত পার হয়ে অনেকে অন্য বাস ধরে ফিরে আসেন, অনেকেই আবার গন্তব্যস্থলে রওনা দেন।