গুলশান হামলায় ৯ ইতালিয়ান নিহত, নিখোঁজ ১
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জিম্মি ঘটনায় নয় ইতালির নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ আছেন আরেকজন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো গেনতোলনি আজ শনিবার সকালে এই তথ্য জানিয়েছেন।
সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে গেনতোলনি জানান, নিহতদের মধ্যে চারজন পুরুষ এবং পাঁচ নারী আছেন। তাঁদের অধিকাংশই ব্যবসায়িক কাজে বাংলাদেশে গিয়েছিলেন।
এদিকে রয়টার্স জানিয়েছে গুলশানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনালে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন ইতালির ফুটবলাররা।
এ বিষয়ে উয়েফার কাছে অনুমতি চাওয়া হলে কালো আর্মব্যান্ড পরার সবুজসংকেত পান ইতালির ফুটবলাররা। বাংলাদেশ সময় রাত ১টায় ইউরোর তৃতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে মুখোমুখি হবে ইতালি এবং জার্মানি।
এর আগে শুক্রবার রাতে গুলশান ২-এর ৭৯ নম্বরের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় সন্ত্রাসীরা। জঙ্গিদের হাতে ২০ জনের মতো জিম্মি নিহত হন। পরে উদ্ধার অভিযানে ছয় জঙ্গি নিহত হন। এর আগে রাতে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন।