মরক্কোয় স্কুলবাস-গ্যাস ট্যাঙ্কারের সংঘর্ষ, নিহত ৩৩
মরক্কোর চিবিকা জেলার তান-তান শহরে একটি স্কুলবাসের সঙ্গে গ্যাস ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে সাতজন।
মরক্কোর কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকালে শিশুদের নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা থেকে ফিরছিল বাসটি। পথে গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের পর এটিতে আগুন ধরে যায়। এতে নয়জন আহত হয়। হাসপাতালে নেওয়ার পর এদের মধ্যে দুজন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে হাসান ইসেনগার নামের একজন ক্রীড়াবিদও রয়েছেন।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজন বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনি। এর পরপরই গাড়িতে আগুন ধরে যায়।’
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শিশুরা একটি শরীরচর্চা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সেখান থেকেই তারা স্কুলবাসে করে ফিরছিল।
স্থানীয় গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে বলা হয়, স্কুলবাসটি মরক্কোর রাজধানী রাবাত থেকে পশ্চিম সাহারা অঞ্চলের লেয়ুনের দিকে যাচ্ছিল।
ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, নিহত শিশুদের বয়স আট থেকে চৌদ্দ বছর।
এক বার্তায় মরক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মদ নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি নিহতদের দাফন ও আহত ব্যক্তিদের হাসপাতালের খরচ বহনের ঘোষণা দিয়েছেন।