ট্রাম্পের পরমাণবিক অস্ত্র পরীক্ষার সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পেন্টাগনকে পরমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের এই পদক্ষেপকে ‘পিছিয়ে যাওয়া’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাগচি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স-এর নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অফ ওয়ার’ হিসেবে পরিচিত হওয়ার পর, একটি পরমাণু-অস্ত্রধারী মাস্তান পরমাণু অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করছে। খবর আলজাজিরার।
আরও পড়ুন : অ্যান্ড্রুর রাজকীয় উপাধি প্রত্যাহার করলেন রাজা, প্রাসাদ ছাড়ার নির্দেশ
 
দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের কিছুক্ষণ আগে এক ঘোষণায় ট্রাম্প বলেছিলেন, রাশিয়া ও চীনের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার যুক্তরাষ্ট্রের সমকক্ষ হওয়ার আশঙ্কায় তিনি অন্যান্য দেশের সঙ্গে ‘সমতার ভিত্তিতে’ অবিলম্বে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন : জ্যামাইকায় ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯
আরাগচি এই ঘোষণার কড়া সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন করে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে অশুভ প্রতিপন্ন করছে এবং ইরানের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে আরও হামলার হুমকি দিচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত চীন ও রাশিয়ার সাম্প্রতিক সামরিক মহড়ার প্রতিক্রিয়া মাত্র।

 
                   এনটিভি অনলাইন ডেস্ক
                                                  এনটিভি অনলাইন ডেস্ক
               
 
 
 
