ভারত-যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি সই
প্রতিরক্ষা খাতে নিজেদের মধ্যে সহযোগিতা আরও এগিয়ে নিতে ১০ বছর মেয়াদী কাঠামো চুক্তিতে সই করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার (৩১ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়। খবর রয়টার্সের।
আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে দুই নেতা এই বৈঠকে মিলিত হন।
আরও পড়ুন : ট্রাম্পের পরমাণবিক অস্ত্র পরীক্ষার সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) পোস্টে এই চুক্তিকে আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। তিনি লেখেন, এই কাঠামো চুক্তি দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে।
এ বিষয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাংবাদিকদের বলেন, এই চুক্তির মাধ্যমে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচনা হলো। এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদী।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এই প্রতিরক্ষা চুক্তিটি মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ উদ্যোগের জন্য একটি দশ বছর মেয়াদী ‘রোডম্যাপ’ হিসেবে কাজ করবে।
আরও পড়ুন : সংঘর্ষ বন্ধে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, ফের আলোচনার সিদ্ধান্ত
হেগসেথ এই চুক্তিকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ‘একটি বড় অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই কাঠামো চুক্তি দুই দেশের সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে আরও গভীর ও অর্থবহ সহযোগিতার পথ তৈরি করবে।

এনটিভি অনলাইন ডেস্ক