জনগণকে বিক্ষোভে নামতে বললেন তুরস্কের প্রেসিডেন্ট
সেনাবাহিনীর একাংশের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ এনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জনগণের প্রতি রাস্তায় নেমে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অভ্যুত্থান-চেষ্টার সমুচিত জবাব দেওয়া হবে।
সংবাদমাধ্যম সিএনএন টার্ককে মুঠোফোনে এরদোয়ান বলেন, সেনাঅভ্যুত্থান করে ক্ষমতা নেওয়ার প্রতিবাদে জনগণকে উন্মুক্ত জায়গায় নামতে হবে। তাঁর এ মন্তব্য টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, খুব শিগগিরই অভ্যুত্থান চেষ্টার অবসান হবে। এর সঙ্গে জড়িতদের চড়া মূল্য দিতে হবে।
এরদোয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রভিত্তিক আলেম ফেতুল্লাহ গুলেনের অনুসারীরা এ অভ্যুত্থানচেষ্টা করছে। গুলেনের বিরুদ্ধে বিচার বিভাগ ও সেনাবাহিনীতে অভ্যুত্থানের প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী আংকারায় পার্লামেন্ট ভবনের আশপাশে ট্যাংক থেকে গোলা নিক্ষেপের শব্দ গেছে।
সেনাবাহিনীর একটি অংশ জানিয়েছে, তারা দেশটির বর্তমান সরকারের ক্ষমতা কুক্ষিগত করে নিয়েছে।