যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী রাষ্ট্রের তালিকায় থাকবে না কিউবা
সন্ত্রাসের মদদদাতা রাষ্ট্রের তালিকা থেকে কিউবার নাম মুছে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্টের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, মার্কিন কংগ্রেসে পাঠানো এক বার্তায় ওবামা তাঁর বিবেচনার বিষয়টি জানিয়েছেন। তিনি (ওবামা) বলেন, ‘গত ছয় মাসে কিউবার সরকার কোনো ধরনের আন্তর্জাতিক সন্ত্রাসী তৎপরতায় সহযোগিতা করেনি। একই সঙ্গে এ নিশ্চয়তা দিয়েছে যে, ভবিষ্যতে তারা আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করবে না।’
উল্লিখিত কথাগুলো জানিয়ে জোশ আর্নেস্ট বলেন, কিউবার সঙ্গে এখনো অনেক বিষয়ে মতপার্থক্য আছে যুক্তরাষ্ট্রের।
গত সপ্তাহে মধ্য আমেরিকার দেশ পানামায় আমেরিকাস সামিটের (আমেরিকা সম্মেলন) উদ্বোধনী দিনে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে উষ্ণ করমর্দন করে আন্তর্জাতিক অঙ্গনে হইচই ফেলে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এ করমর্দনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এর কয়েক দিন পর সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে কিউবার নাম প্রত্যাহারের বিবেচনাও দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
১৯৫৯ সালে বিপ্লবী ফিদেল কাস্ত্রো ও চে গুয়েভারার নেতৃত্বে কিউবা বিপ্লব হয়। এর পরের বছর ১৯৬০ সাল থেকে কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে ছেদ পড়ে। পাঁচ দশক পর গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা কিউবার সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দেন। তিনি একই সঙ্গে কিউবার ওপর থেকে কয়েকটি অবরোধ তুলে নেওয়ারও আশ্বাস দেন।

অনলাইন ডেস্ক