দুর্নীতির অভিযোগে রৌসেফের ঘনিষ্ঠ মিত্র গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/16/photo-1429160094.jpg)
দুর্নীতির অভিযোগে ব্রাজিলের ক্ষমতাসীন দলের কোষাধ্যক্ষ জোয়াও ভাকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রেপ্তারের সময় তিনি তাঁর বাড়ির পাশে হাঁটছিলেন।
ভাকারি প্রেসিডেন্ট দিলমা রৌসেফের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। আধা-সরকারি তেল কোম্পানি পেট্রোব্রাস থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে রৌসেফের ওয়ার্কার্স পার্টি এ অভিযোগ অস্বীকার করে বলেছে, একটি গণতান্ত্রিক দেশে আদালতে প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যাবে না। তারা নিশ্চিত, ভাকারি নিরপরাধ।
দেশটির কেন্দ্রীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভাকারির বিরুদ্ধে দুর্নীতি, অর্থ জালিয়াতি ও পেট্রোব্রাসের অর্থ ফুলিয়ে-ফাঁপিয়ে বেশি করে দেখানোর অভিযোগ রয়েছে। কোম্পানিটির অর্থ বেশি করে দেখালে সরকারের সঙ্গে চুক্তি করতে সুবিধা হয় বলে এই জালিয়াতি করেন তিনি—এ অভিযোগ করেছেন আইনজীবীরা।
ভাকারিকে গ্রেপ্তারের ফলে প্রেসিডেন্টের ওপর চাপ বাড়ল। এ মুহূর্তে তাঁর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ চলছে। অভিশংসনের দাবি জানিয়েছে অনেকেই। এ ছাড়া চার মাস আগে পুনর্নির্বাচিত হওয়ার পর রৌসেফের পক্ষে জনমতও কমে গেল বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
বিবিসি জানিয়েছে, যে সময় দুর্নীতি সংঘটিত হয়, তখন দিলমা রৌসেফ পেট্রোব্রাসের প্রধান ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। দেশটির কংগ্রেসের নিম্ন ও উচ্চকক্ষের প্রধানসহ ৪০ জনের বেশি রাজনীতিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে।
গত মাসে ভাকারির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এই দুর্নীতির সঙ্গে জড়িতদের মধ্যে তিনিই সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তিনি তদন্তকাজে প্রভাব ফেলতে পারেন—এ আশঙ্কায় তাঁকে গ্রেপ্তার করার আদেশ এসেছে বলে ধারণা করা হচ্ছে।
ব্রাজিলের একটি আদালতের বিচারক সের্জিও মোরো তাঁর আদেশে বলেন, ‘এ ধরনের মারাত্মক অপরাধের সঙ্গে একটি রাজনৈতিক দলের কোষাধ্যক্ষসহ যিনিই জড়িত থাক, এর মাধ্যমে তিনি অপরাধমূলক তহবিল সংগ্রহ ও রাজনৈতিক ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করেছেন। তিনি জনশৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ।’