ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক দলের সম্মেলন শুরু

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে শুরু হয়েছে দেশটির ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন। স্থানীয় সময় গতকাল সোমবার শহরের ওয়েলস ফার্গো সেন্টারে চার দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।
বিবিসি জানায়, বাল্টিমোরের মেয়র স্টেফেনি রাওলিং ডেমোক্রেটিক সম্মেলনের উদ্বোধন করেন। এবারের ডেমোক্রেটিক দলের মূল সম্মেলন ওয়েলস ফার্গো সেন্টারে হলেও কিছু আলোচনা হবে পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে।
বিবিসি জানায়, চলতি বছর নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়া হবে ডেমোক্রেটিক সম্মেলন থেকে। দলটির চার হাজার ৭৬৫ ডেলিগেটের ভোট দেওয়ার কথা। দলের মনোনয়ন পেতে প্রয়োজন দুই হাজার ৩৮৩ ডেলিগেটের সমর্থন।
বার্তা সংস্থা এপি জানায়, এরই মধ্যে প্রয়োজনীয় ডেলিগেটের সমর্থন জোগাড় করেছেন হিলারি ক্লিনটন। এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি দুই হাজার ৮০৭ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। এর মধ্যে ৬০২ জন সুপার ডেলিগেট। অন্যদিকে মনোনয়ন দৌড়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকা বার্নি স্যান্ডার্স জোগাড় করেছেন এক হাজার ৮৯৪ ডেলিগেটের সমর্থন।
তাই ডেমোক্রেটিক দলের মনোনয়ন হিলারি ক্লিনটনই পাচ্ছেন, এটি নিশ্চিত। এখন শুধু আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা।
এদিকে, ডেমোক্রেটিক সম্মেলন ঘিরে ফিলাডেলফিয়া শহরে বার্নি স্যান্ডার্সের সমর্থকদের বিক্ষোভ করতে দেখা যায়। অনেকে হিলারি ক্লিনটনবিরোধী স্লোগানও দেন। আবার সম্মেলনস্থল ও এর আশপাশে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পবিরোধী স্লোগান দিতেও দেখা যায়।
রিপাবলিকান দলের প্রায় এক সপ্তাহ পর শুরু হলো ডেমোক্রেটিক দলের সম্মেলন। গত ২১ জুলাই যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে বিভিন্ন বিতর্কের মধ্য দিয়ে শেষ হওয়া ওই সম্মেলনে মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকানরা মনোনয়ন দিয়েছে।