বিশ্ব ধরিত্রী দিবস আজ
আজ ২২ এপ্রিল, বুধবার বিশ্ব ধরিত্রী দিবস। পৃথিবীর প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সাল থেকে প্রতিবছর এই দিবসটি পালিত হয়েছে আসছে। এই হিসাবে এ বছর ৪৫তম বারের মতো সারা বিশ্বজুড়ে এই দিবস পালিত হচ্ছে।
জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি মানুষ রাস্তায় নেমে আসেন। এর মধ্যেই দিয়েই শুরু হয় বিশ্ব ধরিত্রী দিবস।
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সিনেটর গেলর্ড নেলসনকে ধরিত্রী দিবসের প্রবক্তা বলা যায়। ১৯৭০ সালে তাঁর নেতৃত্বেই বিশ্বের জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির প্রয়াস শুরু হয়। তাঁর অক্লান্ত চেষ্টায়ই যুক্তরাষ্ট্রে পরিবেশ রক্ষা সংস্থা গড়ে ওঠে। এ ছাড়া দূষণমুক্ত বায়ু, পানি ও হুমকির মুখে থাকা জীব প্রজাতি সম্পর্কে আইন করা হয়। অবশ্য পরে বিশ্বজুড়েই জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয় এবং পরিবেশ আন্দোলন ছড়িয়ে পড়ে।
ধরিত্রী দিবসের ২০ বছর পূর্তিতে ১৯৯০ সালে আরেকটি বড় আন্দোলন শুরু হয়। ওই বছর বিশ্বজুড়ে প্রায় ২০ কোটি মানুষ ধরিত্রী দিবস পালন করেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন সিনেটর নেলসনকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন।
টাইম ম্যাগাজিন সূত্রে জানা গেছে, ধরিত্র দিবস ২০১৫ উপলক্ষে বিশ্বজুড়ে নানা আয়োজন নেওয়া হয়েছে। এর মধ্যে আছে চীনের মহাপ্রাচীর পরিষ্কার, লেবাননের সমুদ্রসৈকত থেকে আবর্জনা পরিষ্কার, ইন্দোনেশিয়ার ২৫ হাজার একর ক্রান্তীয় বনাঞ্চল রক্ষায় আন্দোলন।
বিশ্বজুড়ে ধরিত্রী দিবস পালন করা হচ্ছে। এই দিবসের সঙ্গে একাত্মতা ঘোষণায় বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাঁদের মূল পাতায় একটি বিশেষ ডুডল যুক্ত করেছে। বিশেষ দিনে হোমপেজে ডুডল ব্যবহার করে গুগল। ডুডল হলো বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলা হয়। ডুডল ব্যবহারের মাধ্যমে বিষয়টির উপলক্ষ সম্পর্কে সবাইকে জানানো হয়।
ধরিত্রী দিবসের গুগুল ডুডলে দেখা যায়, গুগুলের সব ইংরেজি বর্ণে বিশেষ সব প্রাণী আঁকা। আর মাঝখানের একটি ‘o’ হলো ঘূর্ণয়মান গ্লোব। ডুডলটির কোনো বর্ণের ওপর ক্লিক করা হলে এটি গ্রাফিক্স করা ধাঁধা আসে। এতে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে ব্যবহারকারী কেমন, তা নির্ধারণ করা হয়। বিষয়টিকে মজা হিসেবেই দেখা উচিত।

অনলাইন ডেস্ক