ভূমিকম্পে হিমালয়ে বরফধস, ১৮ পর্বতারোহী নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/25/photo-1429971695.jpg)
নেপালে শক্তিশালী ভূমিকম্পে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে ব্যাপক বরফধস হয়েছে। এতে অন্তত ১৮ পর্বতারোহী নিহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে।
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠ বলেন, ‘নিহত ব্যক্তিদের মধ্যে বিদেশি ও শেরপা (পর্বতারোহী) রয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।’
রয়টার্সের খবরে বলা হয়, এক বছর আগে প্রাণঘাতী বরফধসের পর আজ আবারও একই ঘটনা ঘটেছে। এতে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
রোমানিয়ার পবর্তারোহী অ্যালেক্স গ্যাভান টুইটারে দেওয়া বার্তায় বলেন, ব্যাপক বরফধস হয়েছে। ওই সময় পর্বতের ওপরের অংশে অনেক আরোহী ছিলেন। তিনি বলেন, ‘জীবন বাঁচাতে আমরা তাঁবু থেকে দৌড়াচ্ছিলাম।’
আরেক আরোহী ড্যানিয়েল মাজুর তাঁর টুইটার পেজে বলেন, বরফধসে এভারেস্টের বেজ ক্যাম্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দলের সদস্যরা আটকা পড়েছেন। তিনি সবার জন্য প্রার্থনা করতে বলেছেন।
এভারেস্টে ওঠার মৌসুম ধরা হয় এপ্রিলকে। ২০১৪ সালের এপ্রিলে বেজ ক্যাম্পে বরফধসে ১৬ নেপালি গাইড (পর্বতারোহীদের পরামর্শক) নিহত হয়েছিলেন।