তুরস্কে বিয়েতে বোমায় নিহতদের ‘বেশির ভাগই শিশু’
তুরস্কের গাজিয়ানটেপ শহরে কুর্দিদের বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে বেশির ভাগই শিশু বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। গত শনিবারের ওই হামলায় মোট ৫১জন মারা যায়।
তুরস্কের সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ সোমবার বিবিসি অনলাইন জানায়, বিয়ের অনুষ্ঠান নিহতদের মধ্যে অন্তত ১৮ বছর বয়সের নিচে আছে কমপক্ষে ২৯ জন এবং এবং ২২ জন ১৪ বছরের কমবয়সী শিশু। এর আগে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান জানিয়েছিলেন ওই বিয়েতে আত্মঘাতী বোমা হামলাকারীও একজন শিশু। আর তাই বিয়েতে শিশুদের মধ্যে গিয়ে সে হামলা চালিয়েছিল।
গত শনিবার রাত ১১টার দিকে সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপ শহরে এ হামলা চালানো হয়। হামলার পর পরই বিবিসি জানিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী থাকে, এমন একটি স্থানে হামলার ঘটনা ঘটেছে। সেখানেই রাস্তার ওপর বিয়ের অনুষ্ঠান চলছিল। বোমা বিস্ফোরণের শব্দ শহরজুড়ে শোনা যায়।
তুরস্ক সরকারের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, এখনো কেউ বোমা হামলার দায় স্বীকার না করলেও আইএস এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানও হামলার পর দেওয়া এক বক্তব্যে আইএসকে ঘটনাটির জন্য দায়ী করেছিলেন।
গাজিয়ানটেপ শহরে এই হামলার আগে চলতি বছরের জুনে ইস্তাম্বুল শহরের মূল বিমানবন্দরে হামলা চালায় আইএস। ওই হামলায় ৪০ জন নিহত হয়। আর গত অক্টোবরে কুর্দি ও শ্রমিকদের শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলায় ৯৫ জন নিহত হয়।