শ্লোভাকিয়ার সংকটাপন্ন প্রধানমন্ত্রীর আবারও অস্ত্রোপচার
আততায়ীর হামলায় শরীরে গুলিবিদ্ধ হওয়ার দুদিন পরও শ্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর অবস্থার কোনো উন্নতি হয়নি। আজ শুক্রবার (১৭ মে) দেশটির উপপ্রধানমন্ত্রী ও ফিকোর ঘনিষ্ঠ সহযোগি রবার্ট কালিনাক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অবস্থা এখনো বেশ গুরুতর। খবর এএফপির।
গত বুধবার শ্লোভাকিয়ার মধ্যাঞ্চলীয় শহর হ্যান্ডলোভায় একটি বৈঠক শেষে সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতার সময় ৫৯ বছর বয়সী রবার্ট ফিকো গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শ্লোভাকিয়ার বানস্কা ব্রিসটিকা শহরের এফডি রুজভেল্ট ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা জানাতে হাসপাতালের বাইরে সাংবাদিকদের উদ্দেশে আজ উপ্রধানমন্ত্রী কালিনাক বলেন, ‘তাকে আবারও অস্ত্রোপচারের টেবিলে নেওয়া হয়েছে, প্রায় আড়াই ঘণ্টা ধরে তার এই অস্ত্রোপচার চলে।’
এর আগে বুধবার হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে আসার পর রবার্ট ফিকোর শরীরে পাঁচ ঘণ্টার জটিল অস্ত্রোপচার করা হয়।
হাসপাতালের বাইরে কালিনাক আরও বলেন, ‘তার অবস্থা এখনো বেশ গুরুতর। আমি মনে করি তার শারীরিক অবস্থার উন্নতির খোঁজ নেওয়ার জন্য আমাদের আরও দুদিন সময় লাগতে পারে।’
হাসপাতালটির পরিচালক জানান, ফিকোর শারীরিক অবস্থা গুরুতর হলেও এখনো তার চেতনা রয়েছে।
এদিকে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শ্লোভাকিয়ার পুলিশ আজ প্রধানমন্ত্রী ফিকোকে গুলি করার অপরাধে যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার বাড়িতে তল্লাশি চালিয়েছে। এ সময় বুলেটপ্রুফ ভেস্ট ও হেলমেট পরা অবস্থায় তাকে সঙ্গে করে আনে পুলিশ। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লেভাইসে একটি অ্যাপার্টমেন্টে স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। পুলিশ এসময় তার বাসার কম্পিউটারসহ বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখে বলে জানিয়েছে স্থানীয় মারকিজা টেলিভিশন।