চুক্তি ছাড়াই শেষ হলো ওবামা-পুতিনের বৈঠক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/05/photo-1473059080.jpg)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হলেও সিরিয়ায় অস্ত্রবিরতির বিষয়ে কোনো চুক্তি হয়নি।
চীনের হ্যাংঝাউয়ে স্থানীয় সময় সোমবার দেশ দুটির প্রধানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, জি২০ সম্মেলনের জন্য সংশ্লিষ্ট দেশের নেতারা এখন চীনে অবস্থান করছেন। এ সম্মেলনের ফাঁকে এ বৈঠক করেছেন তাঁরা। বৈঠকের ব্যাপারে বিস্তারিত সোমবারের পর জানানো হবে। তবে এর আগে বলা হয়েছিল, এ সম্মেলনের সময় সিরিয়া ও ইউক্রেনের প্রসঙ্গ নিয়েও আলোচনা হবে।
স্থানীয় সময় রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্জি লাভরোভের আলোচনার পরই ওবামা ও পুতিনের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় সন্ত্রাসবাদ প্রতিহত করতে এবং নিরীহ নাগরিকদের বাঁচাতে পদক্ষেপ নেওয়ার বিষয়ে কেরি ও লাভরোভ তাঁদের বৈঠকে আলোচনা করেছেন। ধারণা করা হয়েছিল, তাঁদের বৈঠক থেক একটি সিদ্ধান্তে তাঁরা উপনীত হতে পেরেছেন। তবে ওবামা-পুতিনের বৈঠকের পর তা বোঝা গেল না।
মার্কিন এক কর্মকর্তা বলেন, ‘অনেক কিছুই অমীমাংসিত থেকে গেল। আবার ওবামা-পুতিনের আলোচনা হলে আলোচ্য বিষয়টি এগোবে।’
ওবামা প্রশাসনের বিদায় আসন্ন। এ জন্য তাঁর সরকার সিরিয়ার বিষয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে চায়। তবে দীর্ঘদিন ধরে এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি শীতল সম্পর্ক বিরাজ করছে।