হিলারির সঙ্গে ব্যবধান কমেছে ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে ব্যবধান কমেছে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। সাম্প্রতিক জনমত জরিপে এ তথ্য জানা গেছে।
জরিপে দেখা গেছে, হিলারির পক্ষে ৪৫ দশমিক ৪ শতাংশ নিশ্চিত ভোটারের সমর্থন রয়েছে। আর ট্রাম্পের পক্ষে ৪২ দশমিক ২ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। মাত্র ৩ দশমিক ২ পয়েন্টের ব্যবধানে ট্রাম্প হিলারির থেকে পিছিয়ে রয়েছেন।
ঐতিহ্যগতভাবে শ্রম দিবসে (৫ সেপ্টেম্বর) এই নির্বাচনের শেষ পর্যায়ের লড়াই শুরু হয়। আগামী নয় সপ্তাহের নির্বাচনী প্রচারণায় দুই দলের প্রার্থী বেশ কয়েকটি বিতর্কে অংশ নেবেন এবং ব্যাপক প্রচারণা চালাবেন।
সিবিসির করা এই জনমত জরিপে দেখা গেছে, গত মাসে হিলারি ক্লিনটন ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনের আগে আগস্টের শুরুর দিকে হিলারি তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে ছিলেন।
গত জুলাই মাসে রিপাবলিকান দলের কনভেনশন শেষ হওয়ার পর থেকে হিলারি ও ট্রাম্পের মধ্যে জনপ্রিয়তার ব্যবধান এটিই সবচেয়ে কম।
গত সপ্তাহেও দুটি জনমত জরিপে হিলারি এগিয়ে ছিলেন। ১৩টি জনমত জরিপের মধ্যে মাত্র একটিতে ট্রাম্প এগিয়ে ছিলেন। ১২ দশমিক ৪ শতাংশ ভোটার এই দুইজন বাদে লিবার্টারিয়ান পার্টি গ্যারি জনসনসহ তৃতীয় পক্ষের প্রার্থীদের ভোট দেবেন বলে জানিয়েছেন। নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার জন্য ১৫ শতাংশ ভোটারের সমর্থন প্রয়োজন। তাই পরবর্তী বিতর্কগুলোতে তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা নেই। অতএব হিলারি ও ট্রাম্পই পরবর্তী নির্বাচনী বিতর্কে অংশ নেবেন।
ইলেক্টরাল কলেজের ভোটেও হিলারি অনেক এগিয়ে রয়েছেন। আজ যদি নির্বাচন হয় তাহলে হিলারি ৩৪১টি ইলেক্টরাল ভোট পাবেন। আর ট্রাম্প পাবেন ১৯৭টি। হোয়াইট হাউসে বসার জন্য হিলারির প্রয়োজন ২৭০টি ভোট। কিন্তু তাঁর ইলেক্টরাল কলেজ ভোট নাটকীয়ভাবে কমে যাচ্ছে। গত ২৯ আগস্ট জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্প ২১৮টি ইলেক্টরাল কলেজ ভোট পেতে পারেন।