ফের তথ্য দেওয়া যাবে উইকিলিকসকে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/02/photo-1430575513.jpg)
উইকিলিকসে ফের চালু হয়েছে তথ্য জানানোর ব্যবস্থা। বিভিন্ন কারণে ২০১০ সাল থেকে টানা চার বছর গোপন নথি ফাঁসকারী প্রতিষ্ঠানটির এই ব্যবস্থা বন্ধ ছিল। শুক্রবার নতুন করে এটি চালুর ঘোষণা দেয় উইকিলিকস।
উইকিলিকসের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে আবার অনলাইনে যে কেউ উইকিলিকসকে যে কোনো তথ্য জানাতে পারবেন। তথ্য জানানোর প্রক্রিয়ায় কারো পরিচয় প্রকাশের কোনো সুযোগ নেই। তথ্য এমনভাবে জমা হবে যেখানে কখনো কোনো তথ্যদাতার পরিচয় জানবে না কেউ। এমনকি উইকিলিকস কর্তৃপক্ষও জানতে পারবে না তথ্য কে পাঠিয়েছে।
অনলাইনে উইকিলিকসে কোনো তথ্য জানাতে হলে গোপনীয়তার সুবিধা সম্বলিত ‘টর’ (tor) ওয়েবব্রাউজার ব্যবহার করে wlupld3ptjvsgwqw.onion ওয়েবপেইজে যেতে হবে। তথ্য প্রদানের ক্ষেত্রে কোনো সমস্যা হলে এই ঠিকানায় https://wikileaks.org/index.en.html#submit_help_tips প্রয়োজনীয় সহায়তা মিলবে।
এর আগে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কিছু কারণে তথ্যদাতার পরিচয় হুমকির মুখে পড়ে। এই নিরাপত্তাগত কারণে ২০১০ সালে উইকিলিকসে তথ্য জানানোর সুবিধা বন্ধ করা হয়।
উইকিলিকসের মুখপাত্র ক্রিস্টিন হ্রাফসসন অনলাইন সংবাদমাধ্যমে বলেন, তথ্য প্রদানের ব্যবস্থা এখন সম্পূর্ণ নিরাপদ। তথ্যদাতাদের কারো পরিচয়ই জানার সুযোগ নেই। এ কারণে অনেক তথ্য পাওয়া যাবে বলে তিনি আশা করেন।