জাপানের দ্বীপে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/22/photo-1474534007.jpg)
জাপানের দক্ষিণাঞ্চলে ওকিনাওয়া দ্বীপে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার জাপানের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।
এভি-৮বি হ্যারিয়ার জেট যুদ্ধবিমানটি কাদেনা মার্কিন ঘাঁটি থেকে উড্ডয়নের পর ওকিনাওয়ার পূর্ব উপকূলে এটি বিধ্বস্ত হয়।
জাপানের কোস্টগার্ড স্থানীয় সময় আজ দুপুর ২টার দিকে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠিয়েছে। এর দুই ঘণ্টা পর জানানো হয়, অন্তত এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
যুদ্ধবিমানটি এক পাইলটচালিত হলেও এতে দুটি আসন রয়েছে। বিধ্বস্ত হওয়ার সময় বিমানে কতজন ছিল, তা এখনো স্পষ্ট নয়।
ওকিনাওয়া এলাকায় (প্রিফেকচার) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে বৃহৎ উপস্থিতি।