বিরোধী দলের কর্মীদের পায়ে গুলি করা হচ্ছে : এইচআরডব্লিউ

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) অভিযোগ করেছে, বিরোধী দলগুলোর সদস্য ও সমর্থকদের পায়ে ইচ্ছাকৃতভাবে গুলি করছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠনটি এ অভিযোগ করে।
মানবাধিকার সংস্থাটির ৪৫ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, যারা সে সময় এ ধরনের ঘটনার শিকার হয়েছেন, তারা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গুলিতে নিজেদের আহত হওয়ার কথা ব্যাখ্যা দিয়েছেন। অবশ্য পরে ক্ষতিগ্রস্তদের এসব অভিযোগকে মিথ্যা দাবি করে ওই সব ব্যক্তি বন্দুকযুদ্ধে অথবা বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়েছেন বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়।
হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের কর্তৃপক্ষকে এসব ঘটনার দ্রুত, নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছেন, ‘বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ক্রসফায়ারের নাটক সাজিয়ে অনেক বন্দিকে হত্যা করেছে।’
থমসন রয়টার্স ফাউন্ডেশনের প্রকাশিত এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ পুলিশের বিশেষ নিরাপত্তা বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের মুখপাত্র ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘আমরা এখনো প্রতিবেদনটি দেখিনি। কিন্তু যদি এ ধরনের দাবি করা হয়ে থাকে তাহলে তা স্পষ্টভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’