চুক্তি সমর্থন করেছি, কিন্তু প্যাকেজ নিয়ে : মমতা
বাংলাদেশের সাথে ভারতের স্থলসীমান্ত চুক্তিতে পশ্চিমবঙ্গ সমর্থন দিয়েছে শর্তসাপেক্ষে। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্র থেকে একটি প্যাকেজের বিনিময়ে তিনি বিলে সমর্থন দিয়েছেন।
গতকাল বুধবার মমতা ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুকে বলেন, ‘আমরা এতে সমর্থন দিয়েছি, কারণ মানুষ এটি চায়। আর যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের পুনর্বাসন করার প্যাকেজসহ সমর্থন দিয়েছি আমরা।’
মমতা বলেন, ‘আমি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেছি। আমরা সমর্থন দিচ্ছি, কারণ জনগণ এটির পক্ষে। এটি এমন নয় যে, আমরা বিষয়টি তাদের ওপর চাপিয়ে দিচ্ছি।’
পুনর্বাসন প্যাকেজ সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, “সরকারের সাথে ‘সংশ্লিষ্টতা’ থাকা জমির পরিমাণ ১৭ হাজার একর । সেখান থেকে ৬০ থেকে ৭০ হাজার মানুষ আসবে। আমরা তাদের পুনর্বাসন, খাদ্য, রাস্তাঘাট, স্কুল তৈরির জন্য একটি প্যাকেজ দাবি করেছি।”
সুষমা স্বরাজ গতকাল বুধবার রাজ্যসভায় স্থলসীমান্ত চুক্তি বিলটি উত্থাপনের পর জানান, পশ্চিমবঙ্গ সরকারের চাহিদা অনুযায়ী ছিটমহলবাসীর পুনর্বাসনের জন্য তিন হাজার কোটি রুপি দেবে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রায় ৩৫ হাজার মানুষের পুনর্বাসনে এই অর্থ ব্যয় করা হবে।