‘আমার সঙ্গে খেলতে এসো না’ বিজেপিকে মমতার হুঁশিয়ারি
হেলিকপ্টার যাত্রা বাতিলের ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বাধা দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) উত্তর ২৪ পরগনার বনগাঁয় মুখ্যমন্ত্রীর জনসভা ছিল। সেখানে তার হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল। তবে সকাল ১০টায় জানানো হয় যে হেলিকপটারটি উড়বে না। পরে বাধ্য হয়ে তিনি সড়কপথে যাত্রা করে দুপুর ২টার দিকে জনসভায় পৌঁছান।
প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উড়ান বাতিল করা হয়েছে। গত প্রায় ছয় মাস ধরে মুখ্যমন্ত্রী হেলিকপটারটি ব্যবহার করেননি। ফলে সোমবার বাধ্যতামূলক পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করা হয়। তাৎক্ষণিকভাবে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের বিষয়টি সামনে আসেনি।
এই ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশে বলেন, ‘আমার সঙ্গে খেলার চেষ্টা করবেন না। আপনারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে লড়াই করে আমাকে হারাতে পারবেন না।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন শুরুর আগেই তারা বাধা তৈরি করতে শুরু করেছে। কিন্তু এতে তাদের কোনো লাভ হয়নি। আসলে, এটি আমাকেই সাহায্য করেছে। রাস্তায় আমি এত মানুষের সঙ্গে দেখা করেছি। এটি একটি দুর্দান্ত গণসংযোগ হয়ে উঠেছে।’

এনটিভি অনলাইন ডেস্ক