ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১০, নিখোঁজ বহু
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে মুষলধারে বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ১০ জন নিহত ও আরও অর্ধশতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। খবর আল জাজিরার।
সোমবার (২৪ নভেম্বর) থেকে কয়েকদিন ধরে অব্যাহত বৃষ্টিপাতের কারণে উত্তর সুমাত্রা প্রদেশের নদীগুলো উপচে পড়েছে। এর ফলে ছয়টি অঞ্চলের গ্রামগুলোতে কাদা, পাথর ও গাছপালা ভেঙে পড়েছে।
আরও পড়ুন : জাতিসংঘের মহাসচিব নিয়োগে প্রার্থিতা চেয়ে বাংলাদেশসহ সব দেশকে চিঠি
স্থানীয় পুলিশ বুধবার (২৬ নভেম্বর) জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রাস্তা, ঢাল ও অবিরাম বৃষ্টির কারণে উদ্ধারকারী দলগুলোর বিচ্ছিন্ন সম্প্রদায়গুলোতে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে, যা উদ্ধার অভিযানকে ধীর করে দিয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর সিবোলগা থেকে পাঁচটি মৃতদেহ ও তিনজন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ অব্যাহত থাকায় অনুসন্ধান দল সেখানে চারজন নিখোঁজ বাসিন্দাকে খুঁজছে।
আরও পড়ুন : সাত ধাপ এগিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকা
পার্শ্ববর্তী সেন্ট্রাল তাপানুলিতে ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে, যেখানে এক পরিবারের কমপক্ষে চারজন সদস্য নিহত হয়েছেন। তীব্র বন্যায় সেখানে প্রায় দুই হাজার বাড়ি ও সরকারি ভবন ডুবে গেছে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, কাদা ও ধ্বংসাবশেষ বেশ কয়েকটি গ্রামের সঙ্গে সংযোগকারী প্রধান রাস্তা বন্ধ করে দিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক