ভারতের সীমানা পরিবর্তন হতে পারে : রাজনাথ সিং
সিন্ধু অঞ্চল ভবিষ্যতে ভারতে ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, সিন্ধু অঞ্চল আজ ভারতের সঙ্গে না থাকলেও সীমানা পরিবর্তন হতে পারে ও এই অঞ্চলটি ভারতে ফিরে আসতে পারে। খবর এনডিটিভির।
রাজনাথ সিং বলেন, সিন্ধু নদের তীরবর্তী এই অঞ্চলটি ১৯৪৭ সালের দেশভাগের পর পাকিস্তানে চলে যায় ও সেখানে বসবাসকারী সিন্ধি সম্প্রদায়ের অনেকে ভারতে চলে আসেন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, হিন্দুরা, বিশেষ করে লালকৃষ্ণ আদভানির মতো নেতারা ভারত থেকে সিন্ধু অঞ্চলের বিচ্ছিন্নতা কখনো মেনে নেননি। তিনি আদভানির একটি বইয়ের উদ্ধৃতি দিয়ে এই বিষয়ে আলোকপাত করেন।
রাজনাথ সিং বলেন, ‘আজ সিন্ধুর ভূমি ভারতের অংশ নাও হতে পারে, কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধু সর্বদা ভারতের অংশ থাকবে। কে জানে, আগামীকাল সিন্ধু আবার ভারতে ফিরে যেতে পারে।’ তিনি বলেন, সিন্ধু নদের পবিত্রতা রক্ষাকারী সিন্ধুর মানুষরা সর্বদা ভারতেরই থাকবে।
এর আগে ২২ সেপ্টেম্বর মরক্কোতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, তিনি আত্মবিশ্বাসী যে ভারত কোনো আক্রমণাত্মক পদক্ষেপ না নিয়েই পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) ফিরিয়ে নেবে, কারণ কাশ্মীরকে জনগণ দখলদারদের হাত থেকে স্বাধীনতা দাবি করছে।
রাজনাথ সিং আরও বলেন, ‘কাশ্মীর আমাদের নিজস্ব অঞ্চল হবে। কাশ্মীরকে আমাদের বলে দাবি করা শুরু হয়েছে, আপনারা নিশ্চয়ই স্লোগান শুনতে পেয়েছেন।’

এনটিভি অনলাইন ডেস্ক