দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন : ভারতকে সিন্ধুর মুখ্যমন্ত্রী
সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ মঙ্গলবার (২৫ নভেম্বর) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক এক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। সিন্ধু ‘ভারতের সঙ্গে ফের যুক্ত হতে পারে’, রাজনাথ সিংয়ের এমন দাবির প্রতিক্রিয়ায় তাকে ‘দিবাস্বপ্ন দেখা’ বন্ধ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মরাদ আলী শাহ। খবর জিও নিউজের।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী মুরাদ আলী বলেন, ‘সিন্ধু পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ। সিন্ধু পাকিস্তানের অংশ ছিল, আছে এবং থাকবে।’
আরও পড়ুন : ভারতের সীমানা পরিবর্তন হতে পারে : রাজনাথ সিং
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর ‘দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের’ জবাবে সিন্ধুর মুখ্যমন্ত্রী বলেন, রাজনাথ সিং ‘ইতিহাস সম্পর্কে অজ্ঞ’।
মুখ্যমন্ত্রী মুরাদ বলেন, পাকিস্তান সৃষ্টির আগেই ১৯৩৬ সালে সিন্ধু বোম্বে প্রেসিডেন্সি থেকে আলাদা হয়ে গিয়েছিল এবং সিন্ধুর জনগণ দীর্ঘদিন ধরে তাদের স্বায়ত্তশাসন, মর্যাদা ও রাজনৈতিক পরিচয়কে অগ্রাধিকার দিয়ে আসছে।
সিন্ধুর মুখ্যমন্ত্রী দিবাস্বপ্ন দেখার পরিবর্তে ভারতীয় মন্ত্রীকে তাদের অভ্যন্তরীণ বিভাজনের দিকে মনোনিবেশ করার পরামর্শ দেন।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করল ভারত
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, রাজনাথ সিং বলেছেন, সিন্ধুর ভূমি আজ ভারতের অংশ না-ও হতে পারে, কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধু সর্বদা ভারতের অংশ থাকবে। আর ভূমির কথা বলতে গেলে, সীমানা পরিবর্তন হতে পারে। কে জানে, আগামীকাল সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে।
রাজনাথ সিং দাবি করেন, তার প্রজন্মের সিন্ধুর হিন্দুরা কখনোই প্রদেশটির পাকিস্তানে যোগদানকে পুরোপুরি মেনে নেয়নি।
এদিকে, গত রোববার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে এবং এই মন্তব্যকে ‘ভ্রান্তিকর এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি’ বলে অভিহিত করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক