রুশ কর্মকর্তাকে ‘পরামর্শ’ দেওয়ার অডিও ফাঁসের পরও উইটকফকে ট্রাম্পের সমর্থন
রুশ কর্মকর্তাকে কীভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে হবে—এ বিষয়ে পরামর্শ দিচ্ছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ; এমন দাবি সম্বলিত একটি ফাঁস হওয়া অডিও নিয়ে বিতর্কের মাঝেও তাকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, উইটকফ যা করেছেন, তা ‘স্বাভাবিক কূটনৈতিক আচরণ’ এবং একজন ‘ডিলমেকার হিসেবে তিনি শান্তি পরিকল্পনা দুই পক্ষকে ‘বিক্রি’ করার চেষ্টাই করেছেন।’ খবর বিবিসির।
আজ বুধবার (২৬ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি অডিও শোনেননি। তবে তার ভাষায়, ‘তিনি যা করেছেন, সেটাই একজন আলোচকের স্বাভাবিক কাজ।’
ফাঁস হওয়া কথোপকথনটি গত অক্টোবরের বলে জানা যায়। এর আগে যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় ২৮ দফা শান্তি প্রস্তাব দেয়, যেখানে ইউক্রেন যুদ্ধ বিষয়ে রাশিয়ার অবস্থান অনেকটাই প্রতিফলিত হয় বলে দাবি করেন সমালোচকেরা। ইউক্রেন ও ইউরোপীয় নেতারা প্রস্তাবটি ‘রাশিয়া-অনুকূল’ বলে সমালোচনা করলে সেটি সংশোধন করা হয়।
উইটকফ এ বছর একাধিকবার মস্কো সফর করেছেন এবং আগামী সপ্তাহেও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক নির্ধারিত। তবে তিনি কিয়েভে কখনও যাননি, যদিও ট্রাম্প জানিয়েছেন—ইউক্রেনের সঙ্গে আলোচনা আরও এগোবে এবং ইউএস আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল সম্প্রতি কিয়েভ সফরও করেছেন।
ব্লুমবার্গ প্রকাশিত ট্রান্সক্রিপ্টে দেখা যায়, উইটকফ পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভকে পরামর্শ দিচ্ছেন—ট্রাম্পের সঙ্গে যোগাযোগে কীভাবে ইতিবাচক পরিবেশ তৈরি করা যায়। উদ্ধৃত কথোপকথনে উইটকফ বলেন, প্রেসিডেন্টকে অভিনন্দন জানাবেন… বলবেন তিনি শান্তির মানুষ—এটা বললে আলোচনার পরিবেশ খুব ভালো হবে।
আরও বলা হয়, তিনি উশাকভকে জানিয়েছেন—তার মতে রাশিয়া সবসময় শান্তি চায় এবং উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় যুদ্ধ জটিল হয়ে উঠেছে।
কল শেষ হওয়ার কিছুক্ষণ পরই ট্রাম্প–পুতিনের মধ্যে আড়াই ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। ঠিক তখনই কিয়েভগামী পথে ছিলেন জেলেনস্কি। ওই বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে সতর্ক অবস্থান নেন এবং বলেন, এতে সংঘাত বাড়তে পারে, পুতিনও যুদ্ধ শেষ করতে চায়।
ফাঁস হওয়া অডিও সম্পর্কে প্রশ্নে ইউরি উশাকভ বলেন, এটি সম্ভবত ‘সম্পর্ক বাধাগ্রস্ত করার জন্য’ করা হয়েছে। তিনি নিশ্চিত করেন, পরিকল্পনা অনুযায়ী উইটকফ মস্কো সফরে আসছেন।
ব্লুমবার্গ আরেকটি কথোপকথনও উদ্ধৃত করে, যেখানে পুতিনের দূত কিরিল দিমিত্রিয়েভকে এক পরিকল্পনা তৈরি করে অনানুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানোর কথা বলতে শোনা যায়। পরে তিনি অভিযোগ করেন, ‘ভালোভাবে অর্থায়িত মিডিয়া ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে।’
সংশোধিত শান্তি প্রস্তাবে ইউক্রেনের স্বার্থ ও ইউরোপীয় মিত্রদের মতামত যুক্ত করা হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন—কয়েকটি ‘সংবেদনশীল বিষয়’ নিয়ে তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত।

এনটিভি অনলাইন ডেস্ক