নারীদের নিয়ে অশ্লীল মন্তব্যে সমালোচনায় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পুরোনো একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ২০০৫ সালের ওই ভিডিওতে ট্রাম্প বলেছেন, তারকা হলে নারীদের সঙ্গে যা খুশি করা যায়। এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
বিবাহিত এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা এবং অপর নারীকে চুম্বন ও চেপে ধরার কথা দাম্ভিকতার সঙ্গেই বলেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নারীদের বিভিন্ন অঙ্গ নিয়ে মন্তব্য করেন তিনি।
স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ভিডিওটি প্রকাশ করেছে। ‘ডেইজ অব আওয়ার লাইফ’ নামক টেলিভিশন অনুষ্ঠানের ‘অ্যাকট্রেস হলিউড’ নামক পর্বের জন্য ওই ভিডিওটি ধারণ করা হয়। একটি বাসে অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে অন্যদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প নারীদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করেন। এ সময় তাঁকে ক্যামেরায় দেখা না গেলেও মন্তব্যগুলো মাইক্রোফোনে রেকর্ড হয়।
ভিডিও প্রকাশের পর পরই এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এগুলো ছিল লকার রুমের ঠাট্টা। এই ব্যক্তিগত কথাবার্তা অনেক বছর আগে হয়েছে। গলফ কোর্সে বিল ক্লিনটনের (সাবেক মার্কিন প্রেসিডেন্ট) চেয়ে খারাপ কিছু আমাকে বলেছেন, যা এর (ট্রাম্পের কথার) কাছাকাছিও নয়। কেউ এতে অসন্তুষ্ট হলে আমি দুঃখিত।’
তবে দুঃখ প্রকাশ করেই পার পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। এই মধ্যে মার্কিনসহ বিশ্ব গণমাধ্যম এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দলে ট্রাম্পের মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির নেতাকর্মীরাও এর সমালোচনা করেছেন।
হাউস স্পিকার পল রায়ানের অঙ্গরাজ্য উইসকনসিনে চলতি সপ্তাহের রিপাবলিকান ফল ফেস্টে ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই আমন্ত্রণ প্রত্যাহার করেছেন পল রায়ান। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর রানিংমেট মাইক পেন্স ওই অনুষ্ঠানে তাঁর প্রতিনিধিত্ব করবেন।
মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের নেতা মিচ ম্যাককনেল বলেন, সব নারী ও মেয়ের কাছে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাইতে হবে।
রিপাবলিকান দলের অপর জ্যেষ্ঠ নেতা জন ম্যাককেইন বলেন, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কোনো সাফাই হতে পারে না।
ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে বিতর্কের মাত্র দুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের এমন ভিডিও প্রকাশিত হলো। নভেম্বরে মার্কিন নির্বাচন উপলক্ষে সেন্ট লুইসে দ্বিতীয় বিতর্কে বসছেন ট্রাম্প ও হিলারি।
ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের ভিডিও দেখুন :