চুক্তি তত্ত্বে অবদান রাখায় অর্থনীতিতে নোবেল দুজনের
চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাজ্যের অলিভার হার্ট ও বেংট হমস্ট্রোম।
আজ সোমবার স্থানীয় সময় সকালে সুইডেনের স্টকহোমে রয়্যাল একাডেমি অব সায়েন্সেস এ ঘোষণা দেয়। দুজনই যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করেন।
ব্রিটেনে জন্ম নেওয়া অলিভার হার্ভার্ড ইউনিভার্সিটিতে এবং ফিনল্যান্ডের নাগরিক হমস্ট্রোম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পড়ান।
যে চুক্তি তত্ত্বে অবদান রাখায় এ দুজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে- সেসব চুক্তি ব্যবসা, অর্থনীতি ও জননীতি প্রণয়নে ভূমিকা রাখে।
রয়্যাল একাডেমি বলে, ‘আধুনিক সমাজের স্বাভাবিক ক্রিয়াকলাপের জন্য চুক্তি অপরিহার্য। হার্ট ও হমস্ট্রোমের গবেষণায় জানা গেছে পরস্পরবিরোধী অবস্থানে থেকে চুক্তি আমাদের কীভাবে সহায়তা করে।’
হমস্ট্রোমের চাকরি চুক্তি, বিশেষ করে সিইও (প্রধান নির্বাহী) ও অংশীদারদের মধ্যে এবং জনসেবা দাতা প্রতিষ্ঠান যেমন স্কুল, হাসপাতাল, কারাগার- এসব প্রতিষ্ঠান সরকারি নাকি বেসরকারি খাতে হওয়া উচিত তা নিয়ে হার্টের কাজ; এসব বিবেচনায় রেখেছে রয়্যাল একাডেমি কর্তৃপক্ষ।
অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় ১৯৬৯ সালে।
সর্বশেষ ২০১৫ সালে দারিদ্র্য নিয়ে কাজ করায় প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক আংগুস ডিটন অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।