জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন বাবা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/11/photo-1476197878.jpg)
চীনের ওয়েনঝু শহর। হঠাৎ করেই ধসে পড়ল ছয়তলা একটি আবাসিক ভবন। মাথার ওপর ছাদ ধসে পড়ার ঠিক আগ মুহূর্তে তিন বছরের সন্তানকে আগলে ধরলেন বাবা। নিজে মৃত্যুর কোলে ঢলে পড়লেও বাঁচিয়ে গেলেন ছোট্ট সন্তানটিকে।
গতকাল সোমবার রাতে চীনের পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশে এই ঘটনা ঘটে।
ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা তিন বছরের এই শিশুটির নাম উ নিংজি। অবাক বিষয় হলো ধ্বংসস্তূপের মধ্যে প্রায় ১২ ঘণ্টা থাকার পরও তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। নিজেদের বাড়ির লিভিং রুমেই বাবা-মাসহ অবস্থান করছিল সে।
উ নিংজির বাবা জুতার কারখানায় কাজ করতেন। তাঁকে একটি ভারী সিমেন্টের পিলারের নিচ থেকে উদ্ধার করা হয়। তাঁর শরীরের নিচেই আগলে রেখেছিলেন ছোট্ট মেয়েকে।
চীনের ইউথ ডেইলিকে এক উদ্ধার কর্মী জানিয়েছেন, শিশুটি বেঁচে আছে কারণ নিজের শরীর দিয়ে তার বেঁচে থাকার মতো জায়গা করে দিয়েছিলেন বাবা। এর কাছেই পাওয়া গেছে শিশুটির মায়ের মরদেহ।
উদ্ধারকাজ চলাকালে প্রকাশিত উ নিংজির বাবার এই ছবি কাঁদিয়েছে গোটা বিশ্বকে। বাবার আলিঙ্গণ থেকে উদ্ধার করে খুব সাবধানে স্ট্রেচারে শুইয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধুলা-ময়লা মাখা উ নিংজিকে।
দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, ওই ভবনটিতে চীনের বিভিন্ন প্রদেশ থেকে আসা শ্রমিকরা অবস্থান করছিল। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছে। আর ধ্বংসস্তূপের ভেতর থেকে তিন বছরের এই শিশুসহ উদ্ধার করা হয়েছে মোট পাঁচজনকে।
তবে কী কারণে এই ভবন ধসের ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ের ভারি বৃষ্টির কারণে দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা পুরোনো ভবনটি ধসে পড়েছে। আর এ কারণে ওই ভবনটির পাশের আরেকটি পুরোনো ভবনকেও ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।