মিসরে ‘আইএসের হামলায়’ ১২ সেনা নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/15/photo-1476480882.jpg)
মিসরের সিনাই উপদ্বীপে সন্দেহভাজন জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় দেশটির ১২ সেনা সদস্য নিহত হয়েছেন। মিসরের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলায় ১৫ জঙ্গিও নিহত হয়েছে।
সেনাবাহিনী জানায়, শুক্রবার বির আল আবদ শহরের কাছে এ হামলা চালানো হয়। সিনাই প্রদেশের বন্দুকধারী গোষ্ঠী এর পেছনে রয়েছে।
২০১৪ সালে ওই গোষ্ঠী আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করে।
কর্মকর্তারা জানান, তল্লাশিচৌকিতে জঙ্গিরা হালকা ও ভারী আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়।
হামলাকারী সংগঠনটি এর আগে আনসার বাইত আল-মাকদিস নামে পরিচিত ছিল। আইএসের প্রতি আনুগত্য প্রকাশের পর নাম পাল্টে ফেলে।
মিসর থেকে ইসরায়েলে রকেট হামলা দিয়ে তৎপরতা শুরু করে সংগঠনটি। পরে মিসরের মুসলিম ব্রাদারহুডের প্রেসিডেন্ট মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে থাকে।
এর আগে ২০১৪ সালে নর্থ সিনাইয়ে হামলায় ৩৩ সেনা সদস্য নিহত হন।