প্রচার ক্ষতিগ্রস্ত করতে যৌন হেনস্তার মিথ্যা অপবাদ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর নির্বাচনী প্রচারকে ক্ষতিগ্রস্ত করতে যৌন হেনস্তার মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় এক সমাবেশে ট্রাম্প এ মন্তব্য করেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মিথ্যা অপবাদ রটাতে চাচ্ছে এমন গুটিকতক মানুষকে খুঁজে পাওয়া কঠিন বিষয় নয়।’
সম্প্রতি নারীদের জোরপূর্বক স্পর্শের ভিডিও ফাঁসের ঘটনায় বিপাকে পড়েন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে আবার তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। দুই নারী ১৯৯০-এর দশক ও ২০০৭ সালের দুটি ঘটনা তুলে ধরে ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন।
এমন অভিযোগের মধ্যে ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়। সর্বশেষ কয়েকটি নির্বাচনী জরিপে দেখা গেছে, ট্রাম্প গুরুত্বপূর্ণ কিছু অঙ্গরাজ্যে পিছিয়ে পড়েছেন।
এমন বাস্তবতায় নর্থ ক্যারোলিনার সমাবেশে ট্রাম্প বলেন, যৌন হেনস্তার অভিযোগ ‘অসুস্থ’ ও মিথ্যা। এ ধরনের অভিযোগের মূলে আছে খ্যাতি, অর্থ কিংবা রাজনীতি।
‘অথবা হতে পারে সাধারণ কোনো কারণে। তারা আমার গতিবিধি বন্ধ করতে চায়, তারা আমাদের প্রচার বন্ধ করতে চায়। খুবই সাধারণ ব্যাপার’, সমাবেশে বলেন ট্রাম্প।