হিলারির বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগ করেছেন। একই সঙ্গে দুজনেরই মাদক পরীক্ষার আহ্বান জানান তিনি।
দেশটির নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে আয়োজিত সমাবেশে ট্রাম্প আরো বলেন, প্রেসিডেন্ট নির্বাচন তাঁর কাছে সাজানো বা কারচুপির নির্বাচন মনে হচ্ছে।
সর্বশেষ ট্রাম্পের বিরুদ্ধে নতুন করে দুই নারী যৌন হয়রানির অভিযোগ করেছেন। সংবাদমাধ্যমের সামনে নিজেদের পরিচয় দিয়েই তাঁরা এ অভিযোগ করেন। এরই মধ্যে ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটনের বিরুদ্ধে কথা বললেন।
সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে হিলারির কাছে সমর্থন হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
হিলারির বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগ আনলেও এর সপক্ষে ট্রাম্প কোনো প্রমাণ হাজির করতে পারেননি। এর আগে তিনি ‘কুটিল হিলারি’ বলেও সম্বোধন করেন। ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে কাজ করার জন্য হিলারির কোনো শক্তি নেই। এখন তিনি বলছেন, হিলারি মাদক নিয়েছেন।
রিপাবলিকান দলের প্রার্থী নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন এবং দুর্নীতিগ্রস্ত গণমাধ্যম তাঁর বিরুদ্ধে ভুয়া ও ডাহা মিথ্যা অভিযোগ আনার মাধ্যমে নির্বাচনে জালিয়াতি করছে বলেও অভিযোগ করেন।
এদিকে, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান দলের পল রায়ান বলেন, আগামী ৮ নভেম্বরের নির্বাচন অত্যন্ত সততার সঙ্গে পরিচালনা করা হবে। তিনি অবশ্য ট্রাম্পকে সমর্থন করছেন না।
এর আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন ক্রিস্টিন অ্যান্ডারসন ও সামার জেরভস নামের দুই নারী।
সাবেক মিস ইউনিভার্স ও মিস অ্যারিজোনাও অভিযোগ করেছেন, নগ্ন-আধানগ্ন অবস্থায় ট্রাম্প তাঁদের পোশাক বদলের কক্ষে ঢুকে পড়তেন। এর বাইরে জেসিকা লিডসসহ বেশ কিছু নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন খোলাখুলি।
যদিও ডোনাল্ড ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
রিপাবলিকান দলের জ্যেষ্ঠ অনেক নেতা ট্রাম্পের থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন।