ইলেক্টোরাল কলেজ ভোট বেশি পাচ্ছেন হিলারি

নারীদের জোরপূর্বক স্পর্শের অভিযোগের ভিডিও প্রকাশিত হওয়ার পর ‘নিষ্ঠুর’ একটি সপ্তাহ পার করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময়ে তাঁর জনপ্রিয়তায় নেমেছে ধস। সমানতালে এগিয়ে গেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন।
স্থানীয় সময় শনিবার প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্স ও বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান ইপসসের ‘স্টেটস অব দ্য ন্যাশন’ জরিপ অনুযায়ী জয়ের জন্য ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পাচ্ছেন হিলারি। এ ক্ষেত্রে তাঁর সম্ভাবনা ৯৫ শতাংশের বেশি।
জরিপে দ্বিতীয় সপ্তাহের মতো এগিয়ে আছেন হিলারি। এতে দেখা গেছে, হাতেগোনা কয়েকটি অঙ্গরাজ্যে ট্রাম্পের নিশ্চিত জয়ের সম্ভাবনা আছে।
ফ্লোরিডা অঙ্গরাজ্যটিকে ট্রাম্পের ঘাঁটি হিসেবে মনে করা হচ্ছিল। এই অঙ্গরাজ্যে ট্রাম্প ও তাঁর রানিংমেট মাইক পেন্স কয়েকবার সফর করেছেন। কিন্তু তা সত্ত্বেও এই অঙ্গরাজ্যের ২৯ ইলেক্টোরাল কলেজ ভোট বেশি পাওয়ার সম্ভাবনা আছে হিলারির। এই অঙ্গরাজ্যটিতে তাঁর পয়েন্ট ৬ শতাংশ বেশি।
ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি অঙ্গরাজ্য হলো ওহাইও। আগের সপ্তাহে ওহাইও ও নেভাদায় জয়ের সম্ভাবনা বেশি ছিল হিলারির। তবে চলতি সপ্তাহে এই অঙ্গরাজ্যের ভোটারদের মধ্যে দোদুল্যমানতা দেখা গেছে।
এদিকে, নর্থ ক্যারোলাইনা ও কলোরাডো অঙ্গরাজ্যে বেড়েছে হিলারির সমর্থন। এ দুই অঙ্গরাজ্যে দোদুল্যমানতা থেকে হিলারির দিকে ঝুঁকেছে ভোটাররা।