সাড়া নেই বব ডিলানের!

নোবেল বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। নোবেল কর্তৃপক্ষ সুইডিশ অ্যাকাডেমি এরপর থেকে তাঁকে বিষয়টি জানিয়েছে, যোগাযোগ করার চেষ্টা করেছে। কিন্তু নোবেল বিজয়ীর কোনো সাড়া নেই!
বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ বব ডিলান। চলতি বছর সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে ঘোষিত হয়েছে বব ডিলানের নাম। কিন্তু বব ডিলানের কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি। এমনকি এ বিষয়ে নোবেল কমিটি যোগযোগ করার চেষ্টা করলেও কোনো সাড়াই দিচ্ছেন না ডিলান!
প্রতি ১০ ডিসেম্বর নোবেল বিজয়ীরা স্টকহোমে আসেন এবং পুরস্কার গ্রহণ করেন। ওই অনুষ্ঠানে বক্তৃতাও করেন নোবেল বিজয়ী ব্যক্তিত্বরা। অথচ সুইডিশ একাডেমি এখনো জানে না বব ডিলান ওই অনুষ্ঠানে আদৌ আসবেন কি না!
এএফপি জানিয়েছে, বব ডিলানের কাছে যাওয়ার চেষ্টা বন্ধ করে দিয়েছে সুইডিশ একাডেমি। একাডেমির সচিব সারা ড্যানিয়াস বলেন, ‘এ মুহূর্তে আমরা কিছুই করছি না। আমি ফোন করেছি, ইমেইল করেছি। এখন পর্যন্ত এটাই যথেষ্ট।’
গত বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে ৭৫ বছর বয়সী বব ডিলানের নাম ঘোষণা করে সুইডিশ একাডেমি। ওই কমিটির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী গানের মধ্যে নতুন ছন্দময়তা সৃষ্টির জন্য তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।’